টাকা বাঁচিয়ে বাড়িতেই করে নিন ওয়াক্সিং, রইল উপায়
Waxing At Home: এরপর কোনও মোটা কাপড়ের টুকরো বা ডেনিমের কাপড়ের টুকরো ছোট করে কেটে নিন। তারপর এই কাপড়ের টুকরো মিশ্রণের ওপর লাগিয়ে রোমের উল্টো দিকে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে একটানে তুলে ফেলতে হবে। এতে লোম নির্মূল হবে। এরপর অ্যান্টিসেপটিক জেল বা বরফ কাপড়ে নিয়ে লাগাতে হবে।
Most Read Stories