চুল পড়ে যাচ্ছে? রসুনের তেল ব্যবহার করেই দেখুন একবার

Garlic For Hair: সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি চুলের প্রাকৃতিক কেরাটিনকে শোষন করে নেয়। ফলে চুলের ক্ষতি হয়। রসুন চুলকে এই ক্ষতির হাত থেকে বাঁচায়। তাই সপ্তাহে অন্তত একদিন মাথায় রসুনের রস লাগান। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে রসুন।

| Updated on: Feb 07, 2024 | 8:30 AM
চুলের নানা সমস্যায় জর্জরিত আপনি? নামিদামী প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না? তবে নজরটা ঘোরান প্রাকৃতিক উপায়ে। (ছবি:Pinterest)

চুলের নানা সমস্যায় জর্জরিত আপনি? নামিদামী প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না? তবে নজরটা ঘোরান প্রাকৃতিক উপায়ে। (ছবি:Pinterest)

1 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে রসুন। জেনে নিন চুলের কী-কী উপকার করে রসুন ও কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে রসুন। জেনে নিন চুলের কী-কী উপকার করে রসুন ও কীভাবে ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

2 / 8
আজকাল চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। জানেন কি চুল পড়া রোধ করতে সাহায্য করে রসুন? রসুনের তেল লাগালে কাজ হবে। (ছবি:Pinterest)

আজকাল চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। জানেন কি চুল পড়া রোধ করতে সাহায্য করে রসুন? রসুনের তেল লাগালে কাজ হবে। (ছবি:Pinterest)

3 / 8
চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে রসুন। এতে রয়েছে সেলেনিয়াম যা চুল মজবুত করে ফলে আর চুল পড়ার সমস্যা কমে। (ছবি:Pinterest)

চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে রসুন। এতে রয়েছে সেলেনিয়াম যা চুল মজবুত করে ফলে আর চুল পড়ার সমস্যা কমে। (ছবি:Pinterest)

4 / 8
খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করে রসুন। এর রস চুলে লাগালে দূর হয় খুশকির সমস্যা। (ছবি:Pinterest)

খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করে রসুন। এর রস চুলে লাগালে দূর হয় খুশকির সমস্যা। (ছবি:Pinterest)

5 / 8
চুলকে সুরক্ষিত রাখতে জুড়ি নেই রসুনের। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি চুলের প্রাকৃতিক কেরাটিনকে শোষন করে নেয়। (ছবি:Pinterest)

চুলকে সুরক্ষিত রাখতে জুড়ি নেই রসুনের। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি চুলের প্রাকৃতিক কেরাটিনকে শোষন করে নেয়। (ছবি:Pinterest)

6 / 8
ফলে চুলের ক্ষতি হয়। রসুন চুলকে এই ক্ষতির হাত থেকে বাঁচায়। তাই সপ্তাহে অন্তত একদিন মাথায় রসুনের রস লাগান। (ছবি:Pinterest)

ফলে চুলের ক্ষতি হয়। রসুন চুলকে এই ক্ষতির হাত থেকে বাঁচায়। তাই সপ্তাহে অন্তত একদিন মাথায় রসুনের রস লাগান। (ছবি:Pinterest)

7 / 8
চুলের বৃদ্ধিতেও সাহায্য করে রসুন। এতে ভিটামিন ও মিনারেল রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে থাকে। (ছবি:Pinterest)

চুলের বৃদ্ধিতেও সাহায্য করে রসুন। এতে ভিটামিন ও মিনারেল রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে থাকে। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: