ছুটতে হবে না রেস্তোরাঁয়, বাড়িতেই বানান হাক্কা নুডলস
Hakka Noodles Recipe: এরপর এতে যোগ করুন সয়া সস ও ভিনিগার। আর দিতে হবে টমেটো কেচাপ ও কাঁচালঙ্কা। এভাবে মশলাটা কষিয়ে নিন। নুন ও মিষ্টি দিতে ভুলবেন না যেন। এরপর এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিন। এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হাক্কা নুডলস।
Most Read Stories