সুজির উপমা, হালুয়া কত কিছুই তো খান। পিঠে, মিষ্টি আর বিভিন্ন রকম স্ন্যাকস বানাতেও ভূমিকা রয়েছে এই সুজির।
কোনও খাবারের মধ্য়ে সুজি মেশালে সেই খাবার খাস্তা আর মচমচে হয়। সুজি-ঘি দিয়ে লাড্ডু বানিয়ে খেতে খুবই ভাল লাগে।
একটা কড়াইতে জল ফুটতে দিয়ে ওর মধ্যে একটু নুন আর কয়েক ফোঁটা সাদা তেল মিশিয়ে দিন। এবার যে কাপের মাপে সুজি দিয়েছেন ওই কাপের মাপেই জল দিতে হবে। জল শুকিয়ে আসলে বন্ধ করে দিন।
সুজি আলাদা করে একটা পাত্রে রেখে দিন। এবার তিনটি ছোট আলু সেদ্ধ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আলু হাত দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
আলু সুজি খুব ভাল করে মেখে নিতে হবে আটা মাখার মতো করে। আলু আর সুজি খুব ভাল করে মেখে নিয়ে সামান্য সাদা তেল মাখিয়ে নিন। এতে হাতে লেগে যাবে না।
এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে ঝুরি আকারে এই সুজি আলুর মিশ্রণ ঘষে নিতে হবে। নইলে বাজার থেকে মেশিন কিনে আনতে পারেন। এতেও সুন্দর ভাবে বানাতে পারবেন।
ব্যাস তৈরি সুজির ভুজিয়া। ভেজে রেখে নামিয়ে রাখার সময় একটু পিংক সল্ট আর গোলমরিচের গুড়ো ছড়িয়ে দিতে ভুলবেন না।
বৃষ্টির দিনে গরম চা-কফির সঙ্গে খুব ভাল খেতে লাগে এই ঝুরিভাজা। সুজি থাকায় বেশি তেল টানে না। ফলে যাঁরা ডায়েট করছেন তাঁরাও বাড়িতে বানিয়ে রেখে খেতে পারেন।