AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Drinks Water: একটি হাতি দিনে কী পরিমাণ জল পান করে জানেন? শুনলে অবাক হবেন

Elephant: জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্ত। একটি হাতি একবারে ১৫ কেজির বেশি খাবার খেতে পারে, যা তার স্বাভাবিক খাবার। জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্তষ একটি হাতি যখন খুব ক্ষুধার্ত থাকে তখন একবারে প্রায় ৩০০ কেজি খাবার খায়।

| Edited By: | Updated on: May 01, 2025 | 4:45 PM
Share
হাতিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। হাতির বিশাল দেহের কারণে এর খাবার এবং জল উভয়ই বেশি প্রয়োজন

হাতিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। হাতির বিশাল দেহের কারণে এর খাবার এবং জল উভয়ই বেশি প্রয়োজন

1 / 8
হাতির দেহের আকার অনুযায়ী দিনে প্রয়োজনীয় খাবার  ও জলের পরিমাণেরও অতিরিক্ত। আপনি কি জানেন একটি হাতি এক লপ্তে কত জল পান করে?

হাতির দেহের আকার অনুযায়ী দিনে প্রয়োজনীয় খাবার ও জলের পরিমাণেরও অতিরিক্ত। আপনি কি জানেন একটি হাতি এক লপ্তে কত জল পান করে?

2 / 8
আপনি জেনে অবাক হতে পারেন, একটি হাতি মাত্র এক লপ্তে ১৪ লিটার জল পান করে, যা এক ব্যক্তির ৩ থেকে ৪ দিনের দেহের প্রয়োজনীয় জলের পরিমাণের সমতুল্য

আপনি জেনে অবাক হতে পারেন, একটি হাতি মাত্র এক লপ্তে ১৪ লিটার জল পান করে, যা এক ব্যক্তির ৩ থেকে ৪ দিনের দেহের প্রয়োজনীয় জলের পরিমাণের সমতুল্য

3 / 8
যদি এক দিনের কথা বলি, এই দৈত্যকার প্রাণীটি দিনে ৫০-৬০ লিটার জল পান করে। গরম এলাকায় হাতির জল বেশি লাগে

যদি এক দিনের কথা বলি, এই দৈত্যকার প্রাণীটি দিনে ৫০-৬০ লিটার জল পান করে। গরম এলাকায় হাতির জল বেশি লাগে

4 / 8
জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্ত। একটি হাতি একবারে ১৫ কেজির বেশি খাবার খেতে পারে, যা তার স্বাভাবিক খাবারজলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্ত। একটি হাতি একবারে ১৫ কেজির বেশি খাবার খেতে পারে, যা তার স্বাভাবিক খাবার

জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্ত। একটি হাতি একবারে ১৫ কেজির বেশি খাবার খেতে পারে, যা তার স্বাভাবিক খাবারজলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্ত। একটি হাতি একবারে ১৫ কেজির বেশি খাবার খেতে পারে, যা তার স্বাভাবিক খাবার

5 / 8
জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্তষ একটি হাতি যখন খুব ক্ষুধার্ত থাকে তখন একবারে প্রায় ৩০০ কেজি খাবার খায়

জলের পাশাপাশি হাতির খাবারের পরিমাণও অতিরিক্তষ একটি হাতি যখন খুব ক্ষুধার্ত থাকে তখন একবারে প্রায় ৩০০ কেজি খাবার খায়

6 / 8
 হাতি একটি তৃণভোজী প্রাণী। হাতির খাবারের পরিমাণ ঋতু এবং তাদের অভ্যাসের উপর নির্ভর করে

হাতি একটি তৃণভোজী প্রাণী। হাতির খাবারের পরিমাণ ঋতু এবং তাদের অভ্যাসের উপর নির্ভর করে

7 / 8
হাতি তৃণভোজী প্রাণী হলেও হাতির পদপৃষ্ঠে বা শুঁড়ের আছাড়ে মানুষ বা অন্যান্য ছোট পশুর প্রাণহানির খবরও নেহাত কম নয়। তবে এ বিষয়্ বিশেষ সন্ধিক্ষণে রয়েছে সমগ্র প্রাণীকুল

হাতি তৃণভোজী প্রাণী হলেও হাতির পদপৃষ্ঠে বা শুঁড়ের আছাড়ে মানুষ বা অন্যান্য ছোট পশুর প্রাণহানির খবরও নেহাত কম নয়। তবে এ বিষয়্ বিশেষ সন্ধিক্ষণে রয়েছে সমগ্র প্রাণীকুল

8 / 8