Straight Hair: দরকার নেই পার্লারের, বাড়িতেই চুল স্ট্রেট করুন সহজ উপায়ে, রইল টিপস

Straight Hair: এবার চুল সোজা করতে একটি চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। এর পরে, একটি তোয়ালে নিন, এটি ঈষদুষ্ণ জলে ডুবিয়ে নিন। এবার এটি দিয়ে চুল মুড়িয়ে ১ ঘণ্টা মতো রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন। আপনার চাই এমন কিছু যাতে চুল ও ভাল থাকবে আর স্ট্রেটও হবে। তাই নজর দিতে হবে কিছু ঘরোয়া উপায়ে। জানুন কীভাবে বাড়িতেই চুল স্ট্রেট করে নেবেন...

| Edited By: | Updated on: Sep 12, 2023 | 8:27 PM
চুল স্ট্রেট করা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রেট চুল পেতে কয়েক হাজার টাকা খসাতে একবারও ভাবেন না মানুষজন। এতে সাময়িকভাবে স্ট্রেট চুল পাওয়া গেলেও তা বেশি দিন স্থায়ী হয় না।

চুল স্ট্রেট করা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রেট চুল পেতে কয়েক হাজার টাকা খসাতে একবারও ভাবেন না মানুষজন। এতে সাময়িকভাবে স্ট্রেট চুল পাওয়া গেলেও তা বেশি দিন স্থায়ী হয় না।

1 / 8
কয়েকদিন পরই পুনরায় আগের অবস্থায় ফিরে যায় চুল। শুধু তাই-ই নয়, চুল স্ট্রেট করতে যেসব রাসায়নিকযুক্ত সামগ্রী ব্যবহার করা হয় সেসবের জন্য চুলের বারোটা বাজে।

কয়েকদিন পরই পুনরায় আগের অবস্থায় ফিরে যায় চুল। শুধু তাই-ই নয়, চুল স্ট্রেট করতে যেসব রাসায়নিকযুক্ত সামগ্রী ব্যবহার করা হয় সেসবের জন্য চুলের বারোটা বাজে।

2 / 8
তাই আপনার চাই এমন কিছু যাতে চুল ও ভাল থাকবে আর স্ট্রেটও হবে। তাই নজর দিতে হবে কিছু ঘরোয়া উপায়ে। জানুন কীভাবে বাড়িতেই চুল স্ট্রেট করে নেবেন...

তাই আপনার চাই এমন কিছু যাতে চুল ও ভাল থাকবে আর স্ট্রেটও হবে। তাই নজর দিতে হবে কিছু ঘরোয়া উপায়ে। জানুন কীভাবে বাড়িতেই চুল স্ট্রেট করে নেবেন...

3 / 8
নারকেলের দুধে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। চুল সোজা করতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। একটি পাত্রে নারকেলের দুধ নিন এবং এতে 4-6 চামচ লেবু দিন।

নারকেলের দুধে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। চুল সোজা করতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। একটি পাত্রে নারকেলের দুধ নিন এবং এতে 4-6 চামচ লেবু দিন।

4 / 8
 প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন মিশ্রণটি। এরপর, ১৫ মিনিট ধরে এই  মিশ্রণটি চুলে লাগান। এবং প্রায় এক ঘন্টা রেখে দিন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ার পর চিরুনির সাহায্যে ভেজা চুল আঁচড়ে নিন।

প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন মিশ্রণটি। এরপর, ১৫ মিনিট ধরে এই মিশ্রণটি চুলে লাগান। এবং প্রায় এক ঘন্টা রেখে দিন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ার পর চিরুনির সাহায্যে ভেজা চুল আঁচড়ে নিন।

5 / 8
আরও একটি উপায় রয়েছে। তার জন্য একটি পাত্রে পাঁচ চামচ অলিভ অয়েল এবং দুটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে গুলে নিলে তা চুলে ভালভাবে লাগান।

আরও একটি উপায় রয়েছে। তার জন্য একটি পাত্রে পাঁচ চামচ অলিভ অয়েল এবং দুটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে গুলে নিলে তা চুলে ভালভাবে লাগান।

6 / 8
এবার চুল সোজা করতে একটি চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। এর পরে, একটি তোয়ালে নিন, এটি ঈষদুষ্ণ জলে ডুবিয়ে নিন। এবার এটি দিয়ে চুল মুড়িয়ে ১ ঘণ্টা মতো রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন।

এবার চুল সোজা করতে একটি চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। এর পরে, একটি তোয়ালে নিন, এটি ঈষদুষ্ণ জলে ডুবিয়ে নিন। এবার এটি দিয়ে চুল মুড়িয়ে ১ ঘণ্টা মতো রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন।

7 / 8
তবে এই দুটি সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই পার্লারের মতো স্ট্রেট চুল পেতে পারেন। এতে আপনার খরচও বাঁচবে  এবং চুলেরও কোনো ক্ষতি হবে না।

তবে এই দুটি সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই পার্লারের মতো স্ট্রেট চুল পেতে পারেন। এতে আপনার খরচও বাঁচবে এবং চুলেরও কোনো ক্ষতি হবে না।

8 / 8
Follow Us: