Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home made Hair Pack: চুলের যত্নের জন্য বাড়িতেই তৈরি করুন এই প্রোটিন প্যাক

আমাদের চুল তৈরি হয় কেরাটিন আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অতিরিক্ত রাসায়নিক, দূষণের প্রভাব, গরম বা রোদ্দুরে দীর্ঘক্ষণ থাকার ফলে প্রোটিন ভেঙে যায়। তখনই গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল, তা হারায় উজ্জ্বলতা, ঝরে পড়তে থাকে।

| Edited By: | Updated on: Jul 15, 2024 | 7:48 PM
আমাদের চুল তৈরি হয় কেরাটিন আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অতিরিক্ত রাসায়নিক, দূষণের প্রভাব, গরম বা রোদ্দুরে দীর্ঘক্ষণ থাকার ফলে প্রোটিন ভেঙে যায়। তখনই গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল, তা হারায় উজ্জ্বলতা, ঝরে পড়তে থাকে

আমাদের চুল তৈরি হয় কেরাটিন আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অতিরিক্ত রাসায়নিক, দূষণের প্রভাব, গরম বা রোদ্দুরে দীর্ঘক্ষণ থাকার ফলে প্রোটিন ভেঙে যায়। তখনই গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল, তা হারায় উজ্জ্বলতা, ঝরে পড়তে থাকে

1 / 8
মাথায় চিরুনি ঠেকালেই গোছা গোছা চুল পড়তে থাকে অনেকের। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খাবারে প্রয়োজনীয় পুষ্টির অভাব।

মাথায় চিরুনি ঠেকালেই গোছা গোছা চুল পড়তে থাকে অনেকের। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খাবারে প্রয়োজনীয় পুষ্টির অভাব।

2 / 8
চুল ভালো রাখতে খাদ্যতালিকা সুষম হতে হবে। ডাল, সবজি, মাছ, মাংস, খেতে হবে।

চুল ভালো রাখতে খাদ্যতালিকা সুষম হতে হবে। ডাল, সবজি, মাছ, মাংস, খেতে হবে।

3 / 8
স্বাস্থ্যে ঝলমলে চুলের জন্য ট্রাই করুন ঘরোয়া প্রোটিন প্যাক। আপনার হাতের কাছে যে সব সামগ্রী সারা বছর থাকে, তা দিয়েই চুলের দারুণ যত্ন নেওয়া সম্ভব।

স্বাস্থ্যে ঝলমলে চুলের জন্য ট্রাই করুন ঘরোয়া প্রোটিন প্যাক। আপনার হাতের কাছে যে সব সামগ্রী সারা বছর থাকে, তা দিয়েই চুলের দারুণ যত্ন নেওয়া সম্ভব।

4 / 8
ডিম প্রোটিনে ভরপুর এবং আপনার চুলের স্বাস্থ্যরক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডিমের কুসুম, নারকেল বা অলিভ তেল আর মধুর প্যাক তৈরি করে নিন। ডিমের আঁশটে গন্ধ তাড়াতে এই প্যাকে মেশাতে পারেন পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল।

ডিম প্রোটিনে ভরপুর এবং আপনার চুলের স্বাস্থ্যরক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডিমের কুসুম, নারকেল বা অলিভ তেল আর মধুর প্যাক তৈরি করে নিন। ডিমের আঁশটে গন্ধ তাড়াতে এই প্যাকে মেশাতে পারেন পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল।

5 / 8
পুরো মাথায় ও স্ক্যাল্পে এই প্রলেপ লাগিয়ে রাখুন আধ ঘণ্টার জন্য -- তার পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। 

পুরো মাথায় ও স্ক্যাল্পে এই প্রলেপ লাগিয়ে রাখুন আধ ঘণ্টার জন্য -- তার পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। 

6 / 8
খুশকির সমস্যা থাকলে এর মধ্যে লেবুর রসও মেশানো যায়। সপ্তাহে একবার লাগাতে পারেন। 

খুশকির সমস্যা থাকলে এর মধ্যে লেবুর রসও মেশানো যায়। সপ্তাহে একবার লাগাতে পারেন। 

7 / 8
যাঁরা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তাঁরা দই দিয়ে এই প্যাক বানিয়ে নিতে পারেন। নারকেলের দুধ হালকা একটু গরম করে নিয়ে পুরো চুলে মাখিয়ে নিন ভালো করে।

যাঁরা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না, তাঁরা দই দিয়ে এই প্যাক বানিয়ে নিতে পারেন। নারকেলের দুধ হালকা একটু গরম করে নিয়ে পুরো চুলে মাখিয়ে নিন ভালো করে।

8 / 8
Follow Us: