Hair oil: চুলের জন্য উপকারী তেল নিজেই বানিয়ে নিন বাড়িতে, আর চুল পড়বে না

Homemade hair oil: এক চামচ কালোজিরে, এক চামচ মেথি ভাল করে মিশিয়ে নিতে হবে। শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিতে হবে। কড়াই থেকে তুলে একটা প্লেটের উপর তা রাখুন। এবার মিক্সিতে তা গুঁড়ো করে নিতে হবে

| Edited By: | Updated on: Feb 02, 2024 | 5:31 PM
চুল পড়ে যাওয়ার সমস্যায় আজকাল অনেকেই ভুগছেন। বলা ভাল অধিকাংশেরই এই একটাই অভিযোগ। সব ঋতুতেই চুল ঝরছে। যতই চুলে ট্রিটমেন্ট করানো হোক না কেন কিছুতেই নতুন চুল আর গজাচ্ছে না

চুল পড়ে যাওয়ার সমস্যায় আজকাল অনেকেই ভুগছেন। বলা ভাল অধিকাংশেরই এই একটাই অভিযোগ। সব ঋতুতেই চুল ঝরছে। যতই চুলে ট্রিটমেন্ট করানো হোক না কেন কিছুতেই নতুন চুল আর গজাচ্ছে না

1 / 8
এদিকে মাথায় হাত দিলেই হাজারটা করে চুল ঝরে যাচ্ছে। ঘরের মেঝে ময় চুল, খাবারে চুল, চিরুনিতে চুল সেই সঙ্গে চুল নিয়ে চুলোচুলির শেষ নেই

এদিকে মাথায় হাত দিলেই হাজারটা করে চুল ঝরে যাচ্ছে। ঘরের মেঝে ময় চুল, খাবারে চুল, চিরুনিতে চুল সেই সঙ্গে চুল নিয়ে চুলোচুলির শেষ নেই

2 / 8
এখন চুলে তেল লাগানোর সময় কমে গেছে। অনেকেই আছেন যাঁরা কোনও দিন চুলে তেলই লাগান না। চুলে তেল না লাগলে চুলের গোড়া আলগা থাকে। আরও বেশি চুল পড়ে। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতেই হয়। সারাদিনের যাবতীয় ধুলো, ময়লা সব চুলের উপরই জমা হয়

এখন চুলে তেল লাগানোর সময় কমে গেছে। অনেকেই আছেন যাঁরা কোনও দিন চুলে তেলই লাগান না। চুলে তেল না লাগলে চুলের গোড়া আলগা থাকে। আরও বেশি চুল পড়ে। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতেই হয়। সারাদিনের যাবতীয় ধুলো, ময়লা সব চুলের উপরই জমা হয়

3 / 8
যে কারণে চুল অনেক বেশি তেলতেলে হয়ে থাকে। আর তাই হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে চুলের কারিকুরি না করে বাড়িতেই বানিয়ে নিন এই তেল। এই তেল চুলে লাগালে একটাও চুল পড়বে না উল্টে গজাবে

যে কারণে চুল অনেক বেশি তেলতেলে হয়ে থাকে। আর তাই হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে চুলের কারিকুরি না করে বাড়িতেই বানিয়ে নিন এই তেল। এই তেল চুলে লাগালে একটাও চুল পড়বে না উল্টে গজাবে

4 / 8
এক চামচ কালোজিরে, এক চামচ মেথি ভাল করে মিশিয়ে নিতে হবে। শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিতে হবে। কড়াই থেকে তুলে একটা প্লেটের উপর তা রাখুন। এবার মিক্সিতে তা গুঁড়ো করে নিতে হবে

এক চামচ কালোজিরে, এক চামচ মেথি ভাল করে মিশিয়ে নিতে হবে। শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিতে হবে। কড়াই থেকে তুলে একটা প্লেটের উপর তা রাখুন। এবার মিক্সিতে তা গুঁড়ো করে নিতে হবে

5 / 8
কারিপাতা লাগবে এক বাটি। ১৫০ গ্রাম নারকেল তেলে ১০০ গ্রাম সরষের তেল মিশিয়ে দিতে হবে। তেল ভাল করে গরম হলে কালোজিরে আর মেথি দিতে হবে আড়াই চামচ। দু বাটি কারিপাতা দিন

কারিপাতা লাগবে এক বাটি। ১৫০ গ্রাম নারকেল তেলে ১০০ গ্রাম সরষের তেল মিশিয়ে দিতে হবে। তেল ভাল করে গরম হলে কালোজিরে আর মেথি দিতে হবে আড়াই চামচ। দু বাটি কারিপাতা দিন

6 / 8
গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নাড়তে থাকুন। লো ফ্লেমে ১০ মিনিট এভাবে রেখে দিতে হবে। তেল একদম কালো হয়ে যাবে। কারিপাতাও অনেকটা কালচে হয়ে যাবে। ৩০ মিনিট এভাবেই রেখে দিতে হবে

গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নাড়তে থাকুন। লো ফ্লেমে ১০ মিনিট এভাবে রেখে দিতে হবে। তেল একদম কালো হয়ে যাবে। কারিপাতাও অনেকটা কালচে হয়ে যাবে। ৩০ মিনিট এভাবেই রেখে দিতে হবে

7 / 8
সুতির কাপড়ে এই তেল ছেঁকে নিতে হবে।  এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে হবে। কাঁচের শিশি বা জারে রাখুন। স্নানের আগে সপ্তাহে তিনদিন এই তেল লাগালেই উপকার পাবেন। একমাস এভাবে ব্যবহার করলে প্রচুর উপকার পাবেন

সুতির কাপড়ে এই তেল ছেঁকে নিতে হবে। এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে হবে। কাঁচের শিশি বা জারে রাখুন। স্নানের আগে সপ্তাহে তিনদিন এই তেল লাগালেই উপকার পাবেন। একমাস এভাবে ব্যবহার করলে প্রচুর উপকার পাবেন

8 / 8
Follow Us: