AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beetroot for Lip: ঠোঁট ফাটছে, গোলাপি আভা হারিয়েছে? শীতের এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব ও লিপ বাম

DIY Lip Scrub & Lip Balm: শীতকালে ঠোঁট ফাটা খুব সাধারণ সমস্যা। তার সঙ্গে ঠোঁটের স্বাভাবিক রং যখন হারিয়ে যায়, আরও মন খারাপ হয়। ঠোঁটের যত্ন নিতে গেলে তা নিয়মিত এক্সফোলিয়েট করা এবং তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। এক্ষেত্রে কাজে আসবে শীতের সবজি বিট।

| Edited By: | Updated on: Dec 12, 2023 | 1:41 PM
Share
এক বেলা ময়েশ্চারাইজার না মাখলে চামড়া শুকিয়ে যায়। ঠোঁটের চারপাশ টান ধরে। লিপবাম না লাগিয়ে এক মুহূর্ত থাকা যায় না। আর ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তখন ফাটতে শুরু করে।

এক বেলা ময়েশ্চারাইজার না মাখলে চামড়া শুকিয়ে যায়। ঠোঁটের চারপাশ টান ধরে। লিপবাম না লাগিয়ে এক মুহূর্ত থাকা যায় না। আর ঠোঁট যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তখন ফাটতে শুরু করে।

1 / 8
শীতকালে ঠোঁট ফাটা খুব সাধারণ সমস্যা। তার সঙ্গে ঠোঁটের স্বাভাবিক রং যখন হারিয়ে যায়, আরও মন খারাপ হয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধূমপানের বদঅভ্যাস ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। 

শীতকালে ঠোঁট ফাটা খুব সাধারণ সমস্যা। তার সঙ্গে ঠোঁটের স্বাভাবিক রং যখন হারিয়ে যায়, আরও মন খারাপ হয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধূমপানের বদঅভ্যাস ঠোঁটের গোলাপি আভা কেড়ে নেয়। 

2 / 8
ঠোঁটের যত্ন নিতে গেলে তা নিয়মিত এক্সফোলিয়েট করা এবং তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। বিশেষত শীতকালে এই দুই কাজ না করলে ঠোঁটের অবস্থা খারাপ হতে থাকে।

ঠোঁটের যত্ন নিতে গেলে তা নিয়মিত এক্সফোলিয়েট করা এবং তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। বিশেষত শীতকালে এই দুই কাজ না করলে ঠোঁটের অবস্থা খারাপ হতে থাকে।

3 / 8
শীতকালে ঠোঁটের যত্নে কাজে লাগান বিটরুটকে। বিট দিয়ে বানাতে পারেন লিপ স্ক্রাব ও লিপ বাম। বিট ঠোঁটকে এক্সফোলিয়েট করে আর্দ্রতা ফেরাবে এবং ঠোঁটের প্রাকৃতিক রং ফিরিয়ে আনবে।

শীতকালে ঠোঁটের যত্নে কাজে লাগান বিটরুটকে। বিট দিয়ে বানাতে পারেন লিপ স্ক্রাব ও লিপ বাম। বিট ঠোঁটকে এক্সফোলিয়েট করে আর্দ্রতা ফেরাবে এবং ঠোঁটের প্রাকৃতিক রং ফিরিয়ে আনবে।

4 / 8
বিট বেটে এর রস বের করে নিন। ১ চামচ চিনির সঙ্গে ১ চামচ বিটের রস ও নারকেল তেল মিশিয়ে নিন। এতে একটা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাসও মিশিয়ে নিতে পারেন। তৈরি বিটের লিপ স্ক্রাব।

বিট বেটে এর রস বের করে নিন। ১ চামচ চিনির সঙ্গে ১ চামচ বিটের রস ও নারকেল তেল মিশিয়ে নিন। এতে একটা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাসও মিশিয়ে নিতে পারেন। তৈরি বিটের লিপ স্ক্রাব।

5 / 8
বিটরুটের স্ক্রাব নিয়ে ঠোঁটের উপর ঘষুন। এতে ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ঠোঁটের কালচে ভাবও কেটে যাবে। এরপর ঠোঁটে লাগান বিটের লিপবাম।

বিটরুটের স্ক্রাব নিয়ে ঠোঁটের উপর ঘষুন। এতে ঠোঁটের উপর জমে থাকা মরা চামড়া পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ঠোঁটের কালচে ভাবও কেটে যাবে। এরপর ঠোঁটে লাগান বিটের লিপবাম।

6 / 8
১ চামচ করে বিসওয়াক্স, নারকেল তেল, আমন্ড অয়েল নিন এবং ডবল বয়েলিং পদ্ধতিতে এগুলো গলিয়ে নিন। এবার এই মিশ্রণে ১ চামচ বিটের রস, ১-২ ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ফেটিয়ে ছোট কৌটোতে ভরে ফ্রিজে রাখুন।

১ চামচ করে বিসওয়াক্স, নারকেল তেল, আমন্ড অয়েল নিন এবং ডবল বয়েলিং পদ্ধতিতে এগুলো গলিয়ে নিন। এবার এই মিশ্রণে ১ চামচ বিটের রস, ১-২ ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ফেটিয়ে ছোট কৌটোতে ভরে ফ্রিজে রাখুন।

7 / 8
কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে বিটের লিপবাম। বিটের মধ্যে থাকা প্রাকৃতিক লাল রং ঠোঁটের কালচে ভাব দূর করে এবং প্রাকৃতিক গোলাপি আভা ফিরিয়ে আনবে। পাশাপাশি এই লিপবাম ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখবে।  

কয়েক ঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে বিটের লিপবাম। বিটের মধ্যে থাকা প্রাকৃতিক লাল রং ঠোঁটের কালচে ভাব দূর করে এবং প্রাকৃতিক গোলাপি আভা ফিরিয়ে আনবে। পাশাপাশি এই লিপবাম ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখবে।  

8 / 8