Home Remedies: পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে চান? এই ৩ উপাদান দিয়ে সেরে ফেলুন রূপচর্চা

Skin Care Tips: গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার করা হয় টোনার হিসেবে। আর লেবুর রস মাখলে মুখের যাবতীয় দাগছোপ উধাও হয়ে যায়। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদানই রূপচর্চায় ব্যবহার করা হয়। কিন্তু কখনও এই তিন উপাদানকে একসঙ্গে ব্যবহার করে দেখেছেন? 

| Edited By: | Updated on: Sep 20, 2023 | 2:29 PM
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদানই রূপচর্চায় ব্যবহার করা হয়। কিন্তু কখনও এই তিন উপাদানকে একসঙ্গে ব্যবহার করে দেখেছেন? 

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদানই রূপচর্চায় ব্যবহার করা হয়। কিন্তু কখনও এই তিন উপাদানকে একসঙ্গে ব্যবহার করে দেখেছেন? 

1 / 8
গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার করা হয় টোনার হিসেবে। আর লেবুর রস মাখলে মুখের যাবতীয় দাগছোপ উধাও হয়ে যায়। তাই রূপচর্চার দুনিয়ায় এগুলোর কদর বেশি। 

গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার করা হয় টোনার হিসেবে। আর লেবুর রস মাখলে মুখের যাবতীয় দাগছোপ উধাও হয়ে যায়। তাই রূপচর্চার দুনিয়ায় এগুলোর কদর বেশি। 

2 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করলে, ফিরে পাওয়া যায় ত্বকের হারানো জেল্লা। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস ব্যবহারে কী-কী উপকার পাওয়া যায় এবং কীভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক।

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করলে, ফিরে পাওয়া যায় ত্বকের হারানো জেল্লা। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস ব্যবহারে কী-কী উপকার পাওয়া যায় এবং কীভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক।

3 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড করতেও সাহায্য করবে। রোজ এটি মাখলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা চিরতরে দূর হবে।

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড করতেও সাহায্য করবে। রোজ এটি মাখলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা চিরতরে দূর হবে।

4 / 8
মুখ পরিষ্কার করতে ব্যবহার করুন গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস। ১ চামচ করে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন। এতে ১ চামচ চিনি মিশিয়ে ত্বকের উপর হালকা করে ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখ থেকে যাবতীয় ধুলোবালি, ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করে দেবে।

মুখ পরিষ্কার করতে ব্যবহার করুন গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস। ১ চামচ করে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিন। এতে ১ চামচ চিনি মিশিয়ে ত্বকের উপর হালকা করে ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখ থেকে যাবতীয় ধুলোবালি, ময়লা, তেল ও মেকআপ পরিষ্কার করে দেবে।

5 / 8
ত্বককে ময়েশ্চারাইজড করতে এবং জেল্লা ফিরে পেতে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রসের ফেস মাস্ক ব্যবহার করুন। ফেস মাস্ক আপনার ত্বক থেকে মৃত কোষ ও ব্রণর সমস্যা দূর করে দেবে। এমনকী দাগছোপও কমিয়ে দেবে। 

ত্বককে ময়েশ্চারাইজড করতে এবং জেল্লা ফিরে পেতে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রসের ফেস মাস্ক ব্যবহার করুন। ফেস মাস্ক আপনার ত্বক থেকে মৃত কোষ ও ব্রণর সমস্যা দূর করে দেবে। এমনকী দাগছোপও কমিয়ে দেবে। 

6 / 8
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান সমপরিমাণে নিয়ে মুখে মাখুন। তবেই, আপনি মনের মতো ফল পাবেন। সপ্তাহে একদিন করে এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করুন।

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর রস—এই তিন উপাদান সমপরিমাণে নিয়ে মুখে মাখুন। তবেই, আপনি মনের মতো ফল পাবেন। সপ্তাহে একদিন করে এই তিন উপাদান একসঙ্গে ব্যবহার করুন।

7 / 8
মেকআপ সেটিং স্প্রে বানিয়ে নিন। ২০ মিলি গোলাপ জলের সঙ্গে ২ ফোঁটা গ্লিসারিন ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন। তারপর ফ্রিজে রেখে দিন। মেকআপ শেষে মুখে এটি স্প্রে করতে ত্বক সতেজ দেখাবে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে। 

মেকআপ সেটিং স্প্রে বানিয়ে নিন। ২০ মিলি গোলাপ জলের সঙ্গে ২ ফোঁটা গ্লিসারিন ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন। তারপর ফ্রিজে রেখে দিন। মেকআপ শেষে মুখে এটি স্প্রে করতে ত্বক সতেজ দেখাবে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে। 

8 / 8
Follow Us: