Medicinal Plant: ঔষধি গুণ রয়েছে, বাড়িতে অবশ্যই লাগান এই গাছ

বাড়িতে গাছ লাগানোর শখ থাকে অনেকেরই। ফুলের গাছের পাশাপাশি পাতাবাহারি, এমনকি ঔষধি গুণ রয়েছে সেই গাছও লাগান। ঔষধি গুণ সম্পন্ন এই গাছগুলি আপনিও লাগাতে পারেন বাড়িতে।

| Updated on: Mar 17, 2024 | 4:51 PM
বাড়িতে গাছ লাগানোর শখ থাকে অনেকেরই। ফুলের গাছের পাশাপাশি পাতাবাহারি, এমনকি ঔষধি গুণ রয়েছে সেই গাছও লাগান। ঔষধি গুণ সম্পন্ন এই গাছগুলি আপনিও লাগাতে পারেন বাড়িতে।

বাড়িতে গাছ লাগানোর শখ থাকে অনেকেরই। ফুলের গাছের পাশাপাশি পাতাবাহারি, এমনকি ঔষধি গুণ রয়েছে সেই গাছও লাগান। ঔষধি গুণ সম্পন্ন এই গাছগুলি আপনিও লাগাতে পারেন বাড়িতে।

1 / 8
তুলসি: তুলসি পাতা রয়েছে একাধিক ঔষধি গুণ। এই গাছ অধিকাংশ বাড়িতেই থাকে। এই গাছের যত্ন নিন।

তুলসি: তুলসি পাতা রয়েছে একাধিক ঔষধি গুণ। এই গাছ অধিকাংশ বাড়িতেই থাকে। এই গাছের যত্ন নিন।

2 / 8
অ্যালোভেরা: অ্যালোভেরা গাছের রস লাগালে সেই জায়গা বেশ ঠান্ডা হয়ে যায়। কোনও জায়গায় পুড়ে গেলে বা ত্বকে জ্বালা করে কাজে আসবে এই গাছ।

অ্যালোভেরা: অ্যালোভেরা গাছের রস লাগালে সেই জায়গা বেশ ঠান্ডা হয়ে যায়। কোনও জায়গায় পুড়ে গেলে বা ত্বকে জ্বালা করে কাজে আসবে এই গাছ।

3 / 8
ল্যাভেন্ডার: এই গাছ অ্যারোমাথেরাপির জন্য ব্যবহৃত হয়। স্ট্রেস কমাতে এবং রিলাক্সেশন দেয় এই গাছ।

ল্যাভেন্ডার: এই গাছ অ্যারোমাথেরাপির জন্য ব্যবহৃত হয়। স্ট্রেস কমাতে এবং রিলাক্সেশন দেয় এই গাছ।

4 / 8
পিপারমিন্ট: এই গাছ হজমে সাহায্য করে। তা দিয়ে চা বানালে মাথা ব্যথা থেকে মেলে উপশম।

পিপারমিন্ট: এই গাছ হজমে সাহায্য করে। তা দিয়ে চা বানালে মাথা ব্যথা থেকে মেলে উপশম।

5 / 8
রসুন: রসুনে যে সব যৌগ থাকে তা রক্তচাপ, কোলস্টেরল কমাতে সাহায্য করে। এবং হৃদযন্ত্রকেও ভালো রাখে।

রসুন: রসুনে যে সব যৌগ থাকে তা রক্তচাপ, কোলস্টেরল কমাতে সাহায্য করে। এবং হৃদযন্ত্রকেও ভালো রাখে।

6 / 8
হলুদ: শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রদাহরোধী গুণ রয়েছে হলুদের।

হলুদ: শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রদাহরোধী গুণ রয়েছে হলুদের।

7 / 8
আদা: হাজারও গুণ রয়েছে আদার। প্রদাহরোধী গুণ সম্পন্ন আদা হজমেও সাহায্য করে।

আদা: হাজারও গুণ রয়েছে আদার। প্রদাহরোধী গুণ সম্পন্ন আদা হজমেও সাহায্য করে।

8 / 8
Follow Us: