Intimate Care: ঘাড়, গলা, কনুই, বগলের কালো দাগ তুলে ঝাঁ চকচকে বানান এই ঘরোয়া টোটকায়

Darkened armpits: একবড় বাটি জল বসিয়ে ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। এবার তা ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। ওর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তা স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এতে যাবতীয় দাগ, ছোপ উঠে যাবে সেই সঙ্গে আসবে ফ্রেশনেসও

| Edited By: | Updated on: Oct 28, 2023 | 10:01 AM
চলছে উৎসবের মরশুম। আর তাই এমন দিনে যদি মুখ শুকনো থাকে, মুখে-গলায়-কনুই-হাঁটুতে কালো দাগ থাকে তাহলে দেখতে মোটেই ভাল লাগে না

চলছে উৎসবের মরশুম। আর তাই এমন দিনে যদি মুখ শুকনো থাকে, মুখে-গলায়-কনুই-হাঁটুতে কালো দাগ থাকে তাহলে দেখতে মোটেই ভাল লাগে না

1 / 8
সবথেকে বেশি কালো দাগ পড়ে কনুই, হাঁটুতে। এছাড়াও ঠিক মতো স্নান না করলে ঘামের থেকে বগলেও কালো দাগ পড়ে যায়। পুজোয় অধিকাংশই ফ্যাশনেবল পোশাক পরতে চান। এক্ষেত্রে নিজেকে সুন্দর রাখতেই হবে

সবথেকে বেশি কালো দাগ পড়ে কনুই, হাঁটুতে। এছাড়াও ঠিক মতো স্নান না করলে ঘামের থেকে বগলেও কালো দাগ পড়ে যায়। পুজোয় অধিকাংশই ফ্যাশনেবল পোশাক পরতে চান। এক্ষেত্রে নিজেকে সুন্দর রাখতেই হবে

2 / 8
স্লিভলেস ব্লাউজ পরার যদি বগলের কালো দাগ দেখা যায় তাহলে তা দেখতে মোটেই ভাল লাগে না। ঠিক তেমনই হাঁটু যদি কালো হয় আর তা দেখা যায় তাহলে তাও খারাপ লাগে দেখতে

স্লিভলেস ব্লাউজ পরার যদি বগলের কালো দাগ দেখা যায় তাহলে তা দেখতে মোটেই ভাল লাগে না। ঠিক তেমনই হাঁটু যদি কালো হয় আর তা দেখা যায় তাহলে তাও খারাপ লাগে দেখতে

3 / 8
আর বগলে, হাঁটুতে, কনুইতে কালো দাগ হলে তা অপরিচ্ছন্নতার লক্ষণও বটে। আর এই দাগ থেকে পরবর্তীতে অনেক রকম চর্মরোগও আসতে পারে। এই কালো দাগ নিয়ে অনেকসময়ই জনসমক্ষে অস্বস্তিতে পড়তে হয়

আর বগলে, হাঁটুতে, কনুইতে কালো দাগ হলে তা অপরিচ্ছন্নতার লক্ষণও বটে। আর এই দাগ থেকে পরবর্তীতে অনেক রকম চর্মরোগও আসতে পারে। এই কালো দাগ নিয়ে অনেকসময়ই জনসমক্ষে অস্বস্তিতে পড়তে হয়

4 / 8
আর তাই কাজে লাগান ঘরোয়া এই সব টোটকা। দাগ তুলতে খুব ভাল কাজ করে  অ্যাপেল সিডার ভিনিগার। চালগুঁড়ো, অ্যাপেল সিডার ভিনিগার আর একটু মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা কালো দাগে লাগিয়ে ১৫ মিনিটে রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে

আর তাই কাজে লাগান ঘরোয়া এই সব টোটকা। দাগ তুলতে খুব ভাল কাজ করে অ্যাপেল সিডার ভিনিগার। চালগুঁড়ো, অ্যাপেল সিডার ভিনিগার আর একটু মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা কালো দাগে লাগিয়ে ১৫ মিনিটে রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে

5 / 8
মধু, চিনি, নারকেল তেল আর একটু ভিনিগার একসঙ্গে মেশান। যে কোনও কালো দাগ তুলতে খুব ভাল কাজ করে এই প্যাকও। বগলে, হাঁটুতে লাগিয়ে রেখে ১০ মিনিট পর তা জল দিয়ে ধুয়ে নিন। টানা ১০ দিন এই টোটকা কাজে লাগালে কাজ হবেই

মধু, চিনি, নারকেল তেল আর একটু ভিনিগার একসঙ্গে মেশান। যে কোনও কালো দাগ তুলতে খুব ভাল কাজ করে এই প্যাকও। বগলে, হাঁটুতে লাগিয়ে রেখে ১০ মিনিট পর তা জল দিয়ে ধুয়ে নিন। টানা ১০ দিন এই টোটকা কাজে লাগালে কাজ হবেই

6 / 8
এক চামচ চালের গুঁড়ো, টকদই খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে দু দিন এই ক্রিম বানিয়ে ম্যাসাজ করলে যাবতীয় দাগ ছোপ দূর হয়ে যাবে। হাঁটুতে, কনুইতে তা লাগিয়ে ৫-৭ মিনিট রেখে দিন। এরপর ইষদুষ্ণ জলে তা ধুয়ে নিতে হবে। এতেও খুব ভাল কাজ হবে

এক চামচ চালের গুঁড়ো, টকদই খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে দু দিন এই ক্রিম বানিয়ে ম্যাসাজ করলে যাবতীয় দাগ ছোপ দূর হয়ে যাবে। হাঁটুতে, কনুইতে তা লাগিয়ে ৫-৭ মিনিট রেখে দিন। এরপর ইষদুষ্ণ জলে তা ধুয়ে নিতে হবে। এতেও খুব ভাল কাজ হবে

7 / 8
একবড় বাটি জল বসিয়ে ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। এবার তা ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। ওর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তা স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এতে যাবতীয় দাগ, ছোপ উঠে যাবে সেই সঙ্গে আসবে ফ্রেশনেসও

একবড় বাটি জল বসিয়ে ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। এবার তা ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। ওর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তা স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এতে যাবতীয় দাগ, ছোপ উঠে যাবে সেই সঙ্গে আসবে ফ্রেশনেসও

8 / 8
Follow Us: