AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EFL Cup: নরউইচ সিটিকে হারিয়ে লিভারপুলের সহজ জয়

লিগ কাপের (League Cup) ম্যাচে আজ লিভারপুলের (Liverpool) প্রথম একাদশে ছিলেন না মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, দিয়েগো জোতারা। কিন্তু তাতে কী! নরউইচ সিটিকে (Norwich City) শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হারিয়েছে য়ুর্গেন ক্লপের ছেলেরা। জোড়া গোল করেছেন লিভারপুলের জাপানি উইঙ্গার তাকুমি মিনামিনো (Takumi Minamino)। তৃতীয় গোলটি করেছেন বেলজিয়ান স্ট্রাইকার দিভক অরিগি (Divock Origi)। এই ম্যাচের জয়ের পর লিভারপুল পৌঁছে গেল কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে।

| Edited By: | Updated on: Sep 24, 2021 | 5:14 PM
Share
ইএফএল কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ৪ মিনিটের মাথায় দিভক অরিগির পাস (Divock Origi) থেকে প্রথম গোল করেন তাকুমি মিনামিনো (Takumi Minamino)। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ইএফএল কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ৪ মিনিটের মাথায় দিভক অরিগির পাস (Divock Origi) থেকে প্রথম গোল করেন তাকুমি মিনামিনো (Takumi Minamino)। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

1 / 5
ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি মিস করেন নরউইচের ক্রিস্টোস জলিস (Christos Tzolis)। (সৌজন্যে-নরউইচ সিটি টুইটার)

ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি মিস করেন নরউইচের ক্রিস্টোস জলিস (Christos Tzolis)। (সৌজন্যে-নরউইচ সিটি টুইটার)

2 / 5
ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান দিভক অরিগি।(সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান দিভক অরিগি।(সৌজন্যে-লিভারপুল টুইটার)

3 / 5
৮০ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিনামিনো। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

৮০ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিনামিনো। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

4 / 5
এই ম্যাচের জয়ের পর লিভারপুল পৌঁছে গেল কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

এই ম্যাচের জয়ের পর লিভারপুল পৌঁছে গেল কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

5 / 5