FA Cup: ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ১০ বছর পর এফএ কাপের ফাইনালে লিভারপুল

ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও য়ুর্গেন ক্লপের লিভারপুল (Liverpool)। ৩-২ গোলে বের্নান্দো সিলভাদের হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেলেন সাদিও মানেরা। শেষ ২০১২ সালে এফএ কাপের ফাইনালে উঠেছিল লিভারপুল। ফলে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর ফাইনালে উঠল লিভারপুল। প্রথমার্ধেই তিন গোল করে ফাইনালের দিকে পা বাড়িয়ে ছিলেন মহম্মদ সালাহরা। লিভারপুলের কাছে প্রথমার্ধে রীতিমতো কোনঠাসা হয়ে গিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ২ গোল শোধ করলেও, এফএ কাপের ফাইনালে ওঠা হল না গুয়ার্দিওলার ছেলেদের।

| Edited By: | Updated on: Apr 17, 2022 | 10:40 AM
এফএ কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের ৯ মিনিটের মাথায় রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ইব্রাহিমা কোনাতে (Ibrahima Konate)।

এফএ কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের ৯ মিনিটের মাথায় রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ইব্রাহিমা কোনাতে (Ibrahima Konate)।

1 / 5
ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন লিভারপুলের সাদিও মানে (Sadio Mane)। ৪৫ মিনিটে মানের গোলটিতে সহায়তা করেন থিয়াগো আলকানতারা।

ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন লিভারপুলের সাদিও মানে (Sadio Mane)। ৪৫ মিনিটে মানের গোলটিতে সহায়তা করেন থিয়াগো আলকানতারা।

2 / 5
৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ৪৭ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোল করেন ম্যান সিটির জ্যাক গ্রিলিশ (Jack Grealish)।

৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ৪৭ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে গোল করেন ম্যান সিটির জ্যাক গ্রিলিশ (Jack Grealish)।

3 / 5
অতিরিক্ত সময়ে ৯০+১ মিনিটে আরও একটি গোল শোধ করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)। কিন্তু তাতে লাভ হয়নি ম্যান সিটির।

অতিরিক্ত সময়ে ৯০+১ মিনিটে আরও একটি গোল শোধ করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)। কিন্তু তাতে লাভ হয়নি ম্যান সিটির।

4 / 5
ম্যান সিটিকে হারিয়ে ১০ বছর পর এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। ১৪ মে হবে এফএ কাপের ফাইনাল।

ম্যান সিটিকে হারিয়ে ১০ বছর পর এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। ১৪ মে হবে এফএ কাপের ফাইনাল।

5 / 5
Follow Us: