Lok Sabha Election 2024 Results: অধীর থেকে নিশীথ, স্মৃতি থেকে মানেকা! হারলেন এই হেভিওয়েটরা
Heavyweight Defeat: বাংলায় লোকসভা ভোটের ফলে সবথেকে বড় চমক অধীর রঞ্জন চৌধুরীর হার। মুর্শিদাবাদ জেলার ওই কেন্দ্রে ১৯৯৯ সাল থেকে জিতছেন অধীর। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারতে হল তাঁকে।
1 / 10
অধীর চৌধুরী
2 / 10
নিশীথ প্রামাণিক (ফাইল ছবি)
3 / 10
সুভাষ সরকার
4 / 10
উত্তর প্রদেশের অমেঠী কেন্দ্রে রাহুল গান্ধীকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি। এ বছরই অমেঠী থেকেই বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হার মানতে হয়েছে তাঁকে। মোদীর মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যদের হার পদ্মশিবিরের কাছে বড় ধাক্কা।
5 / 10
উত্তর প্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেনে মানেকা গান্ধী। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থীরপ কাছে ৪৩ হাজার ১৭৪ ভোটে হেরেছেন মানেকা। মোদী মন্ত্রিসভার এই সদস্যও হেরে গেলেন ২০২৪-এ।
6 / 10
মোদী মন্ত্রিসভার অন্যতম সদস্য অর্জুন মুন্ডাও হেরে গিয়েছেন। ঝাড়খণ্ডেক কুন্তি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই আসনেই হেরে গেলেন তিনি।
7 / 10
দিল্লি উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন কানাইহা কুমার। বিজেপির মনোজ তিওয়ারির সঙ্গে লড়াই ছিল তাঁর। কিন্তু দিল্লির বুকে খেলা ঘোরাতে পারলেন না কানাইহা।
8 / 10
মোদী সরকারে মন্ত্রী ছিলেন কৈলাস চৌধরী। ২০২৪ সালে রাজস্থানের বারমার কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছেন। কংগ্রেস প্রার্থীর কাছে লক্ষাধিক ভোটে হেরেছেন তিনি।
9 / 10
ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লড়েছিলেন রাজনন্দগাও কেন্দ্র থেকে। কিন্তু সেখানে হেরে গিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীই জিতেছেন সেখান থেকে।
10 / 10
মোদী মন্ত্রিসভার সদস্য রাজীব চন্দ্রশেখর প্রার্থী হয়েছিলেন কেরলে। কেরলের তিরুঅনন্তপুর লোকসভা আসনে কংগ্রেসের শশী থারুরের বিরুদ্ধে। কিন্তু সেখানে হেরেছেন তিনি।