Arpita Mukherjee: ট্যাক্সি চেপে ডানলপ থেকে টালিগঞ্জ, প্রবল উচ্চাকাঙ্ক্ষা, অর্পিতার বর্ণময় দিকগুলির কথা জানেন?

Ed Raids: বাবা সরকারী চাকুরে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বেলঘরিয়ার দেওয়ানপাড়ার এই মেয়ের জীবন যেন সাক্ষাৎ ছবি। কেমন ছিলেন তিনি?

| Edited By: | Updated on: Jul 25, 2022 | 10:48 PM
ইনস্টাগ্রাম ঠাসা নানা রকমের রিলস ভিডিয়োতে। সাজপোশাকও বেশ সুন্দর। এক্সপ্রেশনও দারুণ। অনুরাগীও নেহাত কম নয়। প্রায় কুড়ি হাজার। গতকাল অর্থাৎ শুক্রবার অবধি তিনি নিজেকে পরিচয় দিতেন অভিনেত্রী হিসেবে। কিন্তু বিগত বেশ কিছু ঘণ্টায় তাঁকে ঘিরেই আবর্তিত , হচ্ছে রাজ্য রাজনীতি। তিনি অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি নগদ টাকা। বিদেশি মুদ্রা। বাবা সরকারী চাকুরে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বেলঘরিয়ার দেওয়ানপাড়ার এই মেয়ের জীবন যেন সাক্ষাৎ ছবি। কেমন ছিলেন তিনি?

ইনস্টাগ্রাম ঠাসা নানা রকমের রিলস ভিডিয়োতে। সাজপোশাকও বেশ সুন্দর। এক্সপ্রেশনও দারুণ। অনুরাগীও নেহাত কম নয়। প্রায় কুড়ি হাজার। গতকাল অর্থাৎ শুক্রবার অবধি তিনি নিজেকে পরিচয় দিতেন অভিনেত্রী হিসেবে। কিন্তু বিগত বেশ কিছু ঘণ্টায় তাঁকে ঘিরেই আবর্তিত , হচ্ছে রাজ্য রাজনীতি। তিনি অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি নগদ টাকা। বিদেশি মুদ্রা। বাবা সরকারী চাকুরে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বেলঘরিয়ার দেওয়ানপাড়ার এই মেয়ের জীবন যেন সাক্ষাৎ ছবি। কেমন ছিলেন তিনি?

1 / 6
প্রতিবেশীরা জানিয়েছেন ছোট থেকেই তাঁর মধ্যে প্রবল ভাবে ছিল উচ্চাকাঙ্ক্ষা। অভিনেত্রী হতে চেয়েছিলেন। হয়েওছিলেন। কেরিয়ার গ্রাফ যে খুব একটা খারাপ পথে এগচ্ছিল এমনটাও বলা চলে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মামা ভাগ্নে, বাংলা বাঁচাওসহ বেশ কিছু ছবি।

প্রতিবেশীরা জানিয়েছেন ছোট থেকেই তাঁর মধ্যে প্রবল ভাবে ছিল উচ্চাকাঙ্ক্ষা। অভিনেত্রী হতে চেয়েছিলেন। হয়েওছিলেন। কেরিয়ার গ্রাফ যে খুব একটা খারাপ পথে এগচ্ছিল এমনটাও বলা চলে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মামা ভাগ্নে, বাংলা বাঁচাওসহ বেশ কিছু ছবি।

2 / 6
অভিনেতা রাহুল অরুণোদয় থেকে শুরু করে সাহেব ভট্টাচার্যের সঙ্গেও কাজ করেছেন এই অর্পিতা। তাঁকে দেখা গিয়েছে ধারাবাহিকেও। জিৎ-স্বস্তিকার অভিনীত পার্টনার ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

অভিনেতা রাহুল অরুণোদয় থেকে শুরু করে সাহেব ভট্টাচার্যের সঙ্গেও কাজ করেছেন এই অর্পিতা। তাঁকে দেখা গিয়েছে ধারাবাহিকেও। জিৎ-স্বস্তিকার অভিনীত পার্টনার ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

3 / 6
কিন্তু ঘনিষ্ঠরা জানিয়েছেন, বড্ড তাড়া ছিল তাঁর। কেরিয়ারের শুরুতে গাড়ি ছিল না নিজের। ডানলপ থেকে টালিগঞ্জ আসতেন ট্যাক্সি চেপেই। চাইলেই সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন লিফট।

কিন্তু ঘনিষ্ঠরা জানিয়েছেন, বড্ড তাড়া ছিল তাঁর। কেরিয়ারের শুরুতে গাড়ি ছিল না নিজের। ডানলপ থেকে টালিগঞ্জ আসতেন ট্যাক্সি চেপেই। চাইলেই সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন লিফট।

4 / 6
দক্ষিণ কলকাতা বিজেপি-র বর্তমান প্রেসিডেন্ট সংঘমিত্রার পরিচালনায় ডকু-ফিচার ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’-এ কাজ করেছিলেন অর্পিতা। ২০১৩-র শেষে সংঘমিত্রা যোগদান করেন বিজেপি-তে।   তিনি জানিয়েছেন তখন থেকেই নাকি একদা বন্ধু অর্পিতার সঙ্গে যোগাযোগ কমে আসতে থকাএ তাঁর।

দক্ষিণ কলকাতা বিজেপি-র বর্তমান প্রেসিডেন্ট সংঘমিত্রার পরিচালনায় ডকু-ফিচার ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’-এ কাজ করেছিলেন অর্পিতা। ২০১৩-র শেষে সংঘমিত্রা যোগদান করেন বিজেপি-তে। তিনি জানিয়েছেন তখন থেকেই নাকি একদা বন্ধু অর্পিতার সঙ্গে যোগাযোগ কমে আসতে থকাএ তাঁর।

5 / 6
পার্টি, সোশ্যালাইজ়িং বেশ পছন্দ ছিল তাঁর। টবিনরোড রয়েছে এক নেল আর্ট পার্লারও। সাজগোজ, বিলাসবহুল জীবনে ক্রমেই যেন অভ্যস্ত হয়ে পড়েন তিনি। মায়ের সঙ্গেও বাড়ে দূরত্ব। বাবাও প্রয়াত হন। সেই অর্পিতার নামই শুক্রবার থেকে টিভিতে দেখে আঁতকে উঠছেন এলাকাবাসীরাও। মায়ের গলাতেও হাহুতাশ। মেয়ের এ হেন কীর্তি যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর।

পার্টি, সোশ্যালাইজ়িং বেশ পছন্দ ছিল তাঁর। টবিনরোড রয়েছে এক নেল আর্ট পার্লারও। সাজগোজ, বিলাসবহুল জীবনে ক্রমেই যেন অভ্যস্ত হয়ে পড়েন তিনি। মায়ের সঙ্গেও বাড়ে দূরত্ব। বাবাও প্রয়াত হন। সেই অর্পিতার নামই শুক্রবার থেকে টিভিতে দেখে আঁতকে উঠছেন এলাকাবাসীরাও। মায়ের গলাতেও হাহুতাশ। মেয়ের এ হেন কীর্তি যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর।

6 / 6
Follow Us: