UEFA Champions League: ৯ গোলের থ্রিলারে জয় ম্যান সিটির
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ৯ গোলের থ্রিলারে ৬-৩ ব্যবধানে জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester city)। প্রতিপক্ষ ছিল আরবি লাইপজিগ (RB Leipzig)। ক্রিস্টোফার এনকুনকুর গোলের হ্যাটট্রিকও বাঁচাতে পারল না লাইপজিগকে। ম্যান সিটির হয়ে ৬ টি গোল করেছেন নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেলিশ, হোয়াও ক্যানসেলো, গ্যাব্রিয়েল জেসুস। এবং একটি আত্মঘাতী গোল করেছেন লাইপজিগের নর্ডি মুকিয়েল। এই ম্যাচে জিতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।
Most Read Stories