UEFA Champions League: ৯ গোলের থ্রিলারে জয় ম্যান সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ৯ গোলের থ্রিলারে ৬-৩ ব্যবধানে জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester city)। প্রতিপক্ষ ছিল আরবি লাইপজিগ (RB Leipzig)। ক্রিস্টোফার এনকুনকুর গোলের হ্যাটট্রিকও বাঁচাতে পারল না লাইপজিগকে। ম্যান সিটির হয়ে ৬ টি গোল করেছেন নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেলিশ, হোয়াও ক্যানসেলো, গ্যাব্রিয়েল জেসুস। এবং একটি আত্মঘাতী গোল করেছেন লাইপজিগের নর্ডি মুকিয়েল। এই ম্যাচে জিতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ-র শীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

| Edited By: | Updated on: Sep 16, 2021 | 10:27 AM
লাইপজিগের বিরুদ্ধে মোট ৬টি গোল করেছে পেপ গুয়ার্দিওলার দল। যার মধ্যে রয়েছে লাইপজিগের একটি আত্মঘাতী গোলও। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

লাইপজিগের বিরুদ্ধে মোট ৬টি গোল করেছে পেপ গুয়ার্দিওলার দল। যার মধ্যে রয়েছে লাইপজিগের একটি আত্মঘাতী গোলও। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 4
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে গোল পেলেন জ্যাক গ্রেলিশ (Jack Grealish)। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে গোল পেলেন জ্যাক গ্রেলিশ (Jack Grealish)। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 4
প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিটে) পেনাল্টি থেকে দুরন্ত গোল করেন  রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিটে) পেনাল্টি থেকে দুরন্ত গোল করেন রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (সৌজন্যে- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 4
লাইপজিগের হয়ে ক্রিস্টোফার এনকুনকু (Christopher Nkunku) গোলের হ্যাটট্রিক করলেও দলকে বাঁচাতে পারেননি। (সৌজন্যে- আরবি লাইপজিগ টুইটার)

লাইপজিগের হয়ে ক্রিস্টোফার এনকুনকু (Christopher Nkunku) গোলের হ্যাটট্রিক করলেও দলকে বাঁচাতে পারেননি। (সৌজন্যে- আরবি লাইপজিগ টুইটার)

4 / 4
Follow Us: