EFL Cup: উইকম্বকে হাফ ডজন গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার সিটি

কারাবাও কাপের (Carabao Cup) তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ উইকম্বের (Wycombe) বিরুদ্ধে শুরুতে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত হাফ ডজন গোল করেছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। দুর্দান্ত দাপট দেখিয়ে খেলে গেছেন ফিল ফডেনরা। ম্যান সিটির হয়ে ছ'টি গোল করেছেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne), রিয়াদ মাহরেজ (Riyad Mahrez) (জোড়া গোল), ফিল ফডেন (Phil Foden), ফেরান তোরাস (Ferran Torres) ও কোল পালমার (Cole Palmer)। উইকম্বের হয়ে শুরুতেই সকলকে চমকে দিয়ে একটি গোল করেছিলেন ব্র্যান্ডন হ্যানলান। বেশ সেখানেই শেষ বাকি ম্যাচ জুড়ে শুধুই সিটির ফুটবলারদের দাপট চোখে পড়েছে।

| Edited By: | Updated on: Sep 22, 2021 | 5:53 PM
ম্যাচের ২২ মিনিটে সকলকে চমকে দিয়ে উইকম্বের হয়ে প্রথম গোলটি করেন ব্রেন্ডন হ্যানলান (Brandon Hanlan)। (সৌজন্যে-উইকম্ব টুইটার)

ম্যাচের ২২ মিনিটে সকলকে চমকে দিয়ে উইকম্বের হয়ে প্রথম গোলটি করেন ব্রেন্ডন হ্যানলান (Brandon Hanlan)। (সৌজন্যে-উইকম্ব টুইটার)

1 / 4
১-০ গোলে পিছিয়ে যাওয়ার ৭ মিনিটের মধ্যেই ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

১-০ গোলে পিছিয়ে যাওয়ার ৭ মিনিটের মধ্যেই ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 4
গুয়ার্দিওয়াল দলের হয়ে জোড়া গোল করেছেন আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

গুয়ার্দিওয়াল দলের হয়ে জোড়া গোল করেছেন আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 4
উইকম্বের বিরুদ্ধে বাকি ৩টি গোল করেছেন ফিল ফডেন (৪৫+১মিনিটে), ফেরান তোরাস (৭১ মিনিটে) ও কোল পালমার (৮৮ মিনিটে)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

উইকম্বের বিরুদ্ধে বাকি ৩টি গোল করেছেন ফিল ফডেন (৪৫+১মিনিটে), ফেরান তোরাস (৭১ মিনিটে) ও কোল পালমার (৮৮ মিনিটে)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 4
Follow Us: