EPL: ম্যান ইউয়ের বড় জয়ের দিন পয়েন্ট নষ্ট আর্সেনালের

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও নিউক্যাসেল। দুই দলই এই ম্যাচে কোনও গোল করতে পারেনি। যার ফলে পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ল লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল। অন্যদিকে ইপিএলে জয়ের ধারা বজায় রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ।

| Edited By: | Updated on: Jan 04, 2023 | 12:19 PM
ইপিএলের (EPL) ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের (Bournemouth) বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

ইপিএলের (EPL) ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের (Bournemouth) বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

1 / 7
ম্যাচের ২৩ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান এরিকসনের পাস থেকে বোর্নমাউথের জালে বল জড়িয়ে দেন ম্যান ইউয়ের তারকা ক্যাসেমিরো (Casemiro)। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান এরিকসনের পাস থেকে বোর্নমাউথের জালে বল জড়িয়ে দেন ম্যান ইউয়ের তারকা ক্যাসেমিরো (Casemiro)। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

2 / 7
১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটের মাথায় ম্যান ইউয়ের হয়ে ব্যবধান বাড়ান লুক শ (Luke Shaw)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটের মাথায় ম্যান ইউয়ের হয়ে ব্যবধান বাড়ান লুক শ (Luke Shaw)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 7
এর পর ম্যাচের ৮৬ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ম্যান ইউয়ের তারকা মিডফিল্ডার মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

এর পর ম্যাচের ৮৬ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ম্যান ইউয়ের তারকা মিডফিল্ডার মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 7
বোর্নমাউথের বিরুদ্ধে এরিক টেন হ্যাগ প্রথম একাদশে রেখেছিলেন মার্কাশ ব়্যাশফোর্ডকে। উল্লেখ্য, ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে টানা ৬টি গোল করেছেন মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

বোর্নমাউথের বিরুদ্ধে এরিক টেন হ্যাগ প্রথম একাদশে রেখেছিলেন মার্কাশ ব়্যাশফোর্ডকে। উল্লেখ্য, ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে টানা ৬টি গোল করেছেন মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

5 / 7
অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও নিউক্যাসেল (Newcastle)। দুই দলই এই ম্যাচে কোনও গোল করতে পারেনি। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও নিউক্যাসেল (Newcastle)। দুই দলই এই ম্যাচে কোনও গোল করতে পারেনি। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

6 / 7
ইপিএলের লিগ টেবলের তিন নম্বরে রয়েছে নিউক্যাসেল। গোলশূন্য ড্র করায় লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ল। এই মুহূর্তে আর্সেনালের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৪। (ছবি-নিউক্যাসেল টুইটার)

ইপিএলের লিগ টেবলের তিন নম্বরে রয়েছে নিউক্যাসেল। গোলশূন্য ড্র করায় লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ল। এই মুহূর্তে আর্সেনালের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৪। (ছবি-নিউক্যাসেল টুইটার)

7 / 7
Follow Us: