EPL: হ্যারিদের হারিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 20, 2022 | 12:35 PM
ওল্ড ট্র্যাফোর্ডে হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ইপিএলের ম্যাচে নেমেছিল এরিক টেন হ্যাগের ছেলেরা। ২-০ ব্যবধানে প্রিমিয়ার লিগের এই ম্যাচে জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Oct 20, 2022 | 12:35 PM
ওল্ড ট্র্যাফোর্ডে হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) বিরুদ্ধে ইপিএলের ম্যাচে নেমেছিল এরিক টেন হ্যাগের ছেলেরা। ২-০ ব্যবধানে প্রিমিয়ার লিগের এই ম্যাচে জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)।
ম্যাচের প্রথমার্ধে ম্যান ইউ দাপট দেখায়। তার পরও ঘরের মাঠে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায়, (৪৭ মিনিটে) জর্ডান স্যাঞ্চোর পাস থেকে ম্যান ইউকে এগিয়ে দেন ফ্রেড (Fred)।
৬৯ মিনিটের মাথায় রেড ডেভিলসদের হয়ে গোল ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)।
দলের জয়ে খুশি রেড ডেভিলসদের কোচ এরিক টেন হ্যাগ। তবে তিনি জানান, দুই গোলে তাঁরা জিতেছেন ঠিকই, তবে ব্যবধানটা তিন, চার গোলও হতে পারত। উল্লেখ্য, এ দিনের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামাননি এরিক। বেঞ্চে বসেই কাটে সিআর সেভেনের। শেষের দিকে তিনি রাগে বেঞ্চ থেকে উঠে চলেও যান।