কলেজ বা বিশ্ববিদ্যালয় পাশ করার পর চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। অনলাইন বিপণনী সংস্থা মিশো (Meesho) সংস্থায় চলছে কর্মী নিয়োগ। মিশো সংস্থার তরফে সদ্য় প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
মিশো সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবসম্পদ বা হিউমান রিসোর্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে ইন্টার্ন নিয়োগ করা হবে। সরাসরি মিশো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.meesho.com বা meesho.io/jobs - এ গিয়ে শূন্যপদে আবেদন করতে পারেন।
একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। তবে ফ্রেশাররাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়স ১৯ বছরের ঊর্ধ্বে হতে হবে। এই চাকরির সবথেকে বড় সুবিধা হল ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা মিলবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে কোনও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হতে হবে। তবে অন্য কোনও বিষয়ে স্নাতকরাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।