AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Games 2022: গরবার তালে মাতলেন মীরাবাঈ চানু-ভবানী দেবী

গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে। গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা করার সময় একফ্রেমে দেখা গেল জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 3:16 PM
Share
গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস (National Games 2022)। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu) এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে (Bhavani Devi)। (ছবি-সাই মিডিয়া)

গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস (National Games 2022)। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu) এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে (Bhavani Devi)। (ছবি-সাই মিডিয়া)

1 / 5
গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা ফেস্টিভ্যালে একফ্রেমে দেখা গিয়েছে জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে।  (ছবি-সাই মিডিয়া)

গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা ফেস্টিভ্যালে একফ্রেমে দেখা গিয়েছে জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে। (ছবি-সাই মিডিয়া)

2 / 5
 হলুদ ড্রেসে সুন্দরী মীরাবাঈ চানুকে দারুণ লাগছিল। টুইটারে তিনি জানান, গরবা নাইট বেশ ভালোই কাটালেন তিনি।  (ছবি-সাই মিডিয়া)

হলুদ ড্রেসে সুন্দরী মীরাবাঈ চানুকে দারুণ লাগছিল। টুইটারে তিনি জানান, গরবা নাইট বেশ ভালোই কাটালেন তিনি। (ছবি-সাই মিডিয়া)

3 / 5
এ বারের জাতীয় গেমসে মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাঈ চানু।  (ছবি-সাই মিডিয়া)

এ বারের জাতীয় গেমসে মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাঈ চানু। (ছবি-সাই মিডিয়া)

4 / 5
নিজের রাজ্য তামিলনাড়ুর হয়ে এ বারের জাতীয় গেমসে নেমেছিলেন অলিম্পিয়ান ফেন্সার ভবানী দেবী। ২০১১, ২০১৫ সালের পর এ বারের জাতীয় গেমসেও সোনা জিতলেন ভবানী দেবী।  (ছবি-সাই মিডিয়া)

নিজের রাজ্য তামিলনাড়ুর হয়ে এ বারের জাতীয় গেমসে নেমেছিলেন অলিম্পিয়ান ফেন্সার ভবানী দেবী। ২০১১, ২০১৫ সালের পর এ বারের জাতীয় গেমসেও সোনা জিতলেন ভবানী দেবী। (ছবি-সাই মিডিয়া)

5 / 5