Durand Cup: ডুরান্ডের শেষ আটে মহমেডান

চলতি ডুরান্ড কাপের (Durand Cup) শেষ আটে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আজ, শুক্রবার সিআরপিএফকে (CRPF) ৫-১ গোলে উড়িয়ে দিল সাদা-কালোব্রিগেড। খেলার প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধে সিআরপিএফকে আরও ৪ গোল দেয় সাদা-কালো। মঙ্গলবার বেঙ্গালুরু ইউনাইটেডের (Bengaluru United) বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে মহমেডান স্পোর্টিং।

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 8:02 PM
সিআরপিএফকে ৫-১ গোলে উড়িয়ে ডুরান্ডের শেষ আটে মহমেডান স্পোর্টিং।

সিআরপিএফকে ৫-১ গোলে উড়িয়ে ডুরান্ডের শেষ আটে মহমেডান স্পোর্টিং।

1 / 4
সাদা-কালোর হয়ে জোড়া গোল মার্কাস যোশেফ, আজহারউদ্দিন মল্লিকের। একটি গোল ব্রেন্ডনের।

সাদা-কালোর হয়ে জোড়া গোল মার্কাস যোশেফ, আজহারউদ্দিন মল্লিকের। একটি গোল ব্রেন্ডনের।

2 / 4
ম্যাচের সেরা মহমেডান স্পোর্টিংয়ের আজহারউদ্দিন মল্লিক।

ম্যাচের সেরা মহমেডান স্পোর্টিংয়ের আজহারউদ্দিন মল্লিক।

3 / 4
খেলার প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মহমেডান। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল দেয় সাদা-কালো।

খেলার প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মহমেডান। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল দেয় সাদা-কালো।

4 / 4
Follow Us: