Republic Day 2023: ট্যাবলোয় মন্দির থেকে পার্বণ, কর্তব্যপথে ধর্ম-আস্থার ঝলক রইল ছবিতে
Republic Day: দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথে শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশ নেয়। নিজেদের সেরার সেরা দিয়ে রাজ্যগুলি এই ট্যাবলো সাজিয়েছে। প্রত্যেকটি ট্যাবলোই তাদেরই স্বতন্ত্র্য পরিবেশনায় মুগ্ধ করেছে দেশবাসীকে। একাধিক রাজ্য তাদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্যকে এদিন তুলে ধরে এই ট্যাবলোর মাধ্যমে।
Most Read Stories