Neeraj Chopra: অলিম্পিক চ্যাম্পিয়ন থেকে ডায়মন্ড লিগ খেতাব, বিশ্বের সর্বত্র বিরাজ নীরজের

নীরজ চোপড়ার কাছে স্কাই ইজ দ্য লিমিট। ২০২১ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারের বুঝিয়ে দিচ্ছেন, তিনি থামার পাত্র নন। বৃহস্পতিবার রাতে জুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ফাইনালস জিতে ইতিহাস রচনা করলেন।

| Edited By: | Updated on: Sep 09, 2022 | 8:20 AM
নীরজ চোপড়ার কাছে স্কাই ইজ দ্য লিমিট। ২০২১ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারের বুঝিয়ে দিচ্ছেন, তিনি থামার পাত্র নন। বৃহস্পতিবার রাতে জুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ফাইনালস জিতে ইতিহাস রচনা করলেন। (ছবি:টুইটার)

নীরজ চোপড়ার কাছে স্কাই ইজ দ্য লিমিট। ২০২১ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারের বুঝিয়ে দিচ্ছেন, তিনি থামার পাত্র নন। বৃহস্পতিবার রাতে জুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ফাইনালস জিতে ইতিহাস রচনা করলেন। (ছবি:টুইটার)

1 / 6
ফাইনালসে নীরজের প্রথম প্রচেষ্টা ফাউল হয়ে যায়। তাতে দমে না গিয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই সেরা ৮৮.৪৪ মিটার থ্রোয়ে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন।(ছবি:টুইটার)

ফাইনালসে নীরজের প্রথম প্রচেষ্টা ফাউল হয়ে যায়। তাতে দমে না গিয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই সেরা ৮৮.৪৪ মিটার থ্রোয়ে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন।(ছবি:টুইটার)

2 / 6
দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪০ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে আর কোনওদিকে তাকাননি। দু হাত ছড়িয়ে হুঙ্কার দিয়ে ওঠেন। সেটাই ছিল ফাইনালসের সেরা থ্রো।(ছবি:টুইটার)

দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪০ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে আর কোনওদিকে তাকাননি। দু হাত ছড়িয়ে হুঙ্কার দিয়ে ওঠেন। সেটাই ছিল ফাইনালসের সেরা থ্রো।(ছবি:টুইটার)

3 / 6
তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০০ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার ও পঞ্চম প্রচেষ্টায় ৮৭.০০ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ।(ছবি:টুইটার)

তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০০ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার ও পঞ্চম প্রচেষ্টায় ৮৭.০০ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ।(ছবি:টুইটার)

4 / 6
শেষ কবে বিদেশের মাটিতে কোনও ভারতীয় অ্যাথলিটের জন্য এমন ক্রেজ দেখেছেন? নীরজ যেন সবেতেই অনন্য।(ছবি:টুইটার)

শেষ কবে বিদেশের মাটিতে কোনও ভারতীয় অ্যাথলিটের জন্য এমন ক্রেজ দেখেছেন? নীরজ যেন সবেতেই অনন্য।(ছবি:টুইটার)

5 / 6
অলিম্পিকে সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের সোনার পদকের পর ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হলেন নীরজ। ভারতীয় অ্যাথলিট বিশ্বস্তরের কোনও প্রতিযোগিতাতেই নিজের ছাপ ফেলতে কসুর করেননি।(ছবি:টুইটার)

অলিম্পিকে সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের সোনার পদকের পর ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হলেন নীরজ। ভারতীয় অ্যাথলিট বিশ্বস্তরের কোনও প্রতিযোগিতাতেই নিজের ছাপ ফেলতে কসুর করেননি।(ছবি:টুইটার)

6 / 6
Follow Us: