UEFA Women’s EURO Cup 2022: সুইডেনের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র ডাচদের

শেফিল্ডের ব্রামল লেন স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) ম্যাচে গ্রুপ সি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও নেদারল্যান্ডস। প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ অবধি ড্র করে মাঠ ছেড়েছে ডাচ মেয়েরা। সুইডিশদের হয়ে একমাত্র গোলটি করেন জনা অ্যান্ডারসন। এবং নেদারল্যান্ডসের হয়ে গোল জিল রোর্ডের।

| Edited By: | Updated on: Jul 10, 2022 | 12:02 PM
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ডাচদের বিরুদ্ধে সুইডিশদের এগিয়ে দেন জনা অ্যান্ডারসন (Jonna Andersson)। (ছবি-টুইটার)

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ডাচদের বিরুদ্ধে সুইডিশদের এগিয়ে দেন জনা অ্যান্ডারসন (Jonna Andersson)। (ছবি-টুইটার)

1 / 4
প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ডাচরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)

প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ডাচরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)

2 / 4
দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে একমাত্র গোল করে দলকে সমতায় ফেরান জিল রোর্ড (Jill Roord)। (ছবি-টুইটার)

দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে একমাত্র গোল করে দলকে সমতায় ফেরান জিল রোর্ড (Jill Roord)। (ছবি-টুইটার)

3 / 4
পিছিয়ে পড়েও শেষ অবধি ১-১ ড্র করে মাঠ ছেড়েছে গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)

পিছিয়ে পড়েও শেষ অবধি ১-১ ড্র করে মাঠ ছেড়েছে গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। (ছবি-টুইটার)

4 / 4
Follow Us: