Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt Pregnant: কেবল আলিয়া ভাট নন, বিয়ের কয়েক মাসের মধ্যে মা হওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রীরাও

Motherhood: অনেকে মনে করছেন, হয়তো অন্তঃসত্ত্বা বলেই আলিয়াকে তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে রণবীর কাপুরকে। যতই যাই হোক, কাপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া বইছে।

| Edited By: | Updated on: Jun 27, 2022 | 8:00 PM
সিনেমা পাড়ায় এখনও পর্যন্ত আজকের দিনের (২৭.০৬.২০২২) সবচেয়ে বড় খবর কী? মা হতে চলেছেন আলিয়া ভাট। দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে কিছুদিন আগেই। ২০২২ সালের ১৪ এপ্রিল। দু' মাস যেতে না-যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর আলিয়া ভাগ করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

সিনেমা পাড়ায় এখনও পর্যন্ত আজকের দিনের (২৭.০৬.২০২২) সবচেয়ে বড় খবর কী? মা হতে চলেছেন আলিয়া ভাট। দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে কিছুদিন আগেই। ২০২২ সালের ১৪ এপ্রিল। দু' মাস যেতে না-যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর আলিয়া ভাগ করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

1 / 6
মানুষ যেমন খুশি হয়েছেন, তেমন অবাকও হয়েছেন এটা ভেবে এত তাড়াতাড়ি মা-বাবা হওয়ার পথে হাঁটছেন তারকা দম্পতি! অনেকে এটাও মনে করছেন, হয়তো অন্তঃসত্ত্বা বলেই আলিয়াকে তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে রণবীর কাপুরকে। যতই যাই হোক, কাপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া বইছে। কিন্তু কেবল আলিয়াই নন, এর আগেও বহু অভিনেত্রী বিয়ে হতে না-হতেই মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন সক্কলকে। লিস্ট ছোট নয়...

মানুষ যেমন খুশি হয়েছেন, তেমন অবাকও হয়েছেন এটা ভেবে এত তাড়াতাড়ি মা-বাবা হওয়ার পথে হাঁটছেন তারকা দম্পতি! অনেকে এটাও মনে করছেন, হয়তো অন্তঃসত্ত্বা বলেই আলিয়াকে তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে রণবীর কাপুরকে। যতই যাই হোক, কাপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া বইছে। কিন্তু কেবল আলিয়াই নন, এর আগেও বহু অভিনেত্রী বিয়ে হতে না-হতেই মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন সক্কলকে। লিস্ট ছোট নয়...

2 / 6
দিয়া মির্জা : ২০২১ সাল। প্রেমিক বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। বিয়ের কিছুদিনের মাথাতেই দিয়া সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, তিনি মা হতে চলেছেন।

দিয়া মির্জা : ২০২১ সাল। প্রেমিক বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। বিয়ের কিছুদিনের মাথাতেই দিয়া সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, তিনি মা হতে চলেছেন।

3 / 6
কঙ্কনা সেন শর্মা : ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। বিয়ের ৬ মাস পর জানা যায় কঙ্কনা পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন।

কঙ্কনা সেন শর্মা : ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। বিয়ের ৬ মাস পর জানা যায় কঙ্কনা পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন।

4 / 6
নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পাণ্ডিয়া : ২০২০ সালের ১ জানুয়ারি। ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বাগদানের খবর জানিয়েছিলেন অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। ঠিক ৫ মাস পর তাঁরা সাধের (বেবি শাওয়ার) ছবি পোস্ট করেন। ২০২০ সালের ৩০ জুলাই পুত্র অগস্থের জন্ম দেন নাতাশা।

নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পাণ্ডিয়া : ২০২০ সালের ১ জানুয়ারি। ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বাগদানের খবর জানিয়েছিলেন অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। ঠিক ৫ মাস পর তাঁরা সাধের (বেবি শাওয়ার) ছবি পোস্ট করেন। ২০২০ সালের ৩০ জুলাই পুত্র অগস্থের জন্ম দেন নাতাশা।

5 / 6
নেহা ধুপিয়া : ২০১৮ সালের ১০ মে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। গোপনে বিয়ে করেছিলেন দুই তারকা। বিয়ের ৪ মাস পর নেহা জানিয়েছিলেন তিনি সন্তানের জন্ম দিতে চেলেছেন। তাঁদের সন্তান মেহেরের জন্ম হয় ২০১৮-র নভেম্বরে।

নেহা ধুপিয়া : ২০১৮ সালের ১০ মে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। গোপনে বিয়ে করেছিলেন দুই তারকা। বিয়ের ৪ মাস পর নেহা জানিয়েছিলেন তিনি সন্তানের জন্ম দিতে চেলেছেন। তাঁদের সন্তান মেহেরের জন্ম হয় ২০১৮-র নভেম্বরে।

6 / 6
Follow Us: