French Open: রোলাঁ গারোয় ইতিহাস জোকারের

বিশ্বের এক নম্বর টেনিস তারকা রোলাঁ গারোর (Roland-Garros) ফাইনালে জেতার পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড। ওপেন এরায় (Open era) প্রথম চার মেজর (অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ফরাসি ওপেন, ইউএস ওপেন) ফাইনালে দু'বার করে খেতাব জিতলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এতদিন টেনিস বিশ্বে রয় এমার্সন ও রড লেভারের দখলে ছিল এই রেকর্ড। এ বারের ফরাসি ওপেনের (French Open) ফাইনালে ৫ সেটের ম্যারাথনে স্তেফানোস সিসিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে, দ্বিতীয় বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

| Updated on: Jun 14, 2021 | 2:38 PM
প্রথম দুই সেটে সিসিপাসের কাছে হেরে, জোকার ম্যাচের রাশ মুঠোয় নিতে শুরু করেন তৃতীয় সেট থেকে।

প্রথম দুই সেটে সিসিপাসের কাছে হেরে, জোকার ম্যাচের রাশ মুঠোয় নিতে শুরু করেন তৃতীয় সেট থেকে।

1 / 5
৫ সেটের ম্যারাথনের পর শেষ হাসি ফোটে জকোভিচের মুখে।

৫ সেটের ম্যারাথনের পর শেষ হাসি ফোটে জকোভিচের মুখে।

2 / 5
২০১৬ সালে প্রথম বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা।

২০১৬ সালে প্রথম বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা।

3 / 5
ম্যাচের পর এক খুদে সমর্থককে নিজের টেনিস র‌্যাকেট উপহার হিসেবে দেন নোভাক জকোভিচ।

ম্যাচের পর এক খুদে সমর্থককে নিজের টেনিস র‌্যাকেট উপহার হিসেবে দেন নোভাক জকোভিচ।

4 / 5
আর ২টি গ্র্যান্ড স্লাম জিতলেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে যাবেন নোভাক জকোভিচ।

আর ২টি গ্র্যান্ড স্লাম জিতলেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে যাবেন নোভাক জকোভিচ।

5 / 5
Follow Us: