IND W vs PAK W, Asia Cup 2022: ছ’বছর পর ভারতকে হারাল পাকিস্তান, বড় ভূমিকা নিদা দারের

মহিলাদের এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিকের পর, বিসমা মারুফের পাকিস্তানের কাছে হেরে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। টিম ইন্ডিয়ার হারের মূল কারণ ব্যাটিং বিপর্যয়।

| Edited By: | Updated on: Oct 08, 2022 | 6:35 AM
মহিলাদের এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিকের পর, বিসমা মারুফের পাকিস্তানের কাছে হেরে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। টিম ইন্ডিয়ার হারের মূল কারণ ব্যাটিং বিপর্যয়। (Pic Courtesy-ACC Media)

মহিলাদের এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিকের পর, বিসমা মারুফের পাকিস্তানের কাছে হেরে গিয়েছেন হরমনপ্রীত কৌররা। টিম ইন্ডিয়ার হারের মূল কারণ ব্যাটিং বিপর্যয়। (Pic Courtesy-ACC Media)

1 / 7
ভারতের বিরুদ্ধে সব চেয়ে ভালো পারফর্ম করেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার নিদা দার। এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে শেষ বার টিম ইন্ডিয়াকে হারিয়েছিল পাকিস্তান। (Pic Courtesy-ACC Media)

ভারতের বিরুদ্ধে সব চেয়ে ভালো পারফর্ম করেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার নিদা দার। এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে শেষ বার টিম ইন্ডিয়াকে হারিয়েছিল পাকিস্তান। (Pic Courtesy-ACC Media)

2 / 7
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই প্রথম বার এত ভালো পারফর্ম করেছেন নিদা। প্রথমে ব্যাট হাতে ৫৬ রানের অপরাজিত ইনিংস, তারপর বল হাতে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিদা। (Pic Courtesy-ACC Media)

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই প্রথম বার এত ভালো পারফর্ম করেছেন নিদা। প্রথমে ব্যাট হাতে ৫৬ রানের অপরাজিত ইনিংস, তারপর বল হাতে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিদা। (Pic Courtesy-ACC Media)

3 / 7
৫ বোলার খেলিয়েছিল পাকিস্তান। বিসমা মারুফের দলের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। ৩টি উইকেট পেয়েছেন নাশরা সান্ধু। ২টি করে উইকেট পেয়েছেন সাদিয়া ইকবাল ও নিদা দার। ১টি করে উইকেট পেয়েছেন আইমান আনওয়ের ও তোবা হাসান। (Pic Courtesy-ACC Media)

৫ বোলার খেলিয়েছিল পাকিস্তান। বিসমা মারুফের দলের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। ৩টি উইকেট পেয়েছেন নাশরা সান্ধু। ২টি করে উইকেট পেয়েছেন সাদিয়া ইকবাল ও নিদা দার। ১টি করে উইকেট পেয়েছেন আইমান আনওয়ের ও তোবা হাসান। (Pic Courtesy-ACC Media)

4 / 7
ভারতের টপ অর্ডার পাকিস্তানের বিরুদ্ধে সেই অর্থে চমক দেখাতে পারেননি। (Pic Courtesy-ACC Media)

ভারতের টপ অর্ডার পাকিস্তানের বিরুদ্ধে সেই অর্থে চমক দেখাতে পারেননি। (Pic Courtesy-ACC Media)

5 / 7
পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি এ বারের এশিয়া কাপে ছন্দে থাকা ভারতীয় তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। (Pic Courtesy-ACC Media)

পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি এ বারের এশিয়া কাপে ছন্দে থাকা ভারতীয় তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। (Pic Courtesy-ACC Media)

6 / 7
শেষের দিকে ভারতকে জেতানোর জন্য লড়াই করেছিলেন বাংলার রিচা ঘোষ। তবে দলকে জেতাতে পারেননি। ১৩ রানে হেরে যায় ভারত। (Pic Courtesy-ACC Media)

শেষের দিকে ভারতকে জেতানোর জন্য লড়াই করেছিলেন বাংলার রিচা ঘোষ। তবে দলকে জেতাতে পারেননি। ১৩ রানে হেরে যায় ভারত। (Pic Courtesy-ACC Media)

7 / 7
Follow Us: