PM Narendra Modi: জাপানের প্রধানমন্ত্রীকে চন্দনকাঠের বুদ্ধমূর্তি উপহার মোদীর, একসঙ্গে খেলেন ফুচকা
TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee
Updated on: Mar 20, 2023 | 9:41 PM
দিল্লির বুদ্ধ জয়ন্তী গার্ডেনে একান্তে দুই রাষ্ট্রপ্রধান।
Mar 20, 2023 | 9:41 PM
ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুনিও কিশিদা। তাঁর সঙ্গে একান্তে বুদ্ধ গার্ডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাপানের প্রধানমন্ত্রী ফুনিও কিশিদার সঙ্গে 'চায়ে পে চর্চা'য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাপানের প্রধানমন্ত্রীর আপ্যায়ণে ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা।
ফুচকা খাচ্ছেন দুই রাষ্ট্র প্রধান।
জাপানের প্রধানমন্ত্রী ফুনিও কিশিদাকে দিল্লির বৌদ্ধ গার্ডেন ঘুরে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিশিদাকে চন্দনকাঠের বৌদ্ধ মূর্তি উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী।
জাপানের প্রধানমন্ত্রীকে দেওয়া চন্দনকাঠের বুদ্ধমূর্তি।
বৌদ্ধ গার্ডেনে ঘোরার ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় নমো।
ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে কিশিদার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।