Superstitions: প্রাত্যহিক জীবনে আমরা আজও বেশ কিছু কুসংস্কার মেনে চলি, এক নজরে সেগুলোর সম্বন্ধে জেনে নিন…

একবিংশ শতাব্দীতে এসেও আমাদের মধ্যে অধিকাংশ মানুষই বেশ কিছু কুসংস্কার মেনে চলি। মনে করি, এগুলো মেনে চললে আমাদের কোনওরকম বিপদ হবে না। দেখে নেওয়া যাক সেই অভ্যেসগুলো...

| Edited By: | Updated on: Oct 27, 2021 | 9:23 AM
রাস্তার আড়াআড়ি বিড়াল হেঁটে চলে গেলে আজও অনেকেই সেটা পার করে না। মনে করে সামনে যাত্রাপথে অশুভ কিছু ঘটবে। এই চল আমাদের মধ্যে বহু যুগ থেকেই আছে, আর এই ভাবধারা এতটাই ছোঁয়াচে যে আগামীদিনেও এই চল থাকার সম্ভাবনা প্রবল।

রাস্তার আড়াআড়ি বিড়াল হেঁটে চলে গেলে আজও অনেকেই সেটা পার করে না। মনে করে সামনে যাত্রাপথে অশুভ কিছু ঘটবে। এই চল আমাদের মধ্যে বহু যুগ থেকেই আছে, আর এই ভাবধারা এতটাই ছোঁয়াচে যে আগামীদিনেও এই চল থাকার সম্ভাবনা প্রবল।

1 / 6
প্রায় একশো শতাংশ মানুষই মনে করেন ডান হাত চুলকালে অর্থাগম হবে। এমনকি আমরা খোরাকের সুরেও এই ধরনের কথা বলে থাকি। কিন্তু কথাটা ভাল মাত্রায় প্রচলিত।

প্রায় একশো শতাংশ মানুষই মনে করেন ডান হাত চুলকালে অর্থাগম হবে। এমনকি আমরা খোরাকের সুরেও এই ধরনের কথা বলে থাকি। কিন্তু কথাটা ভাল মাত্রায় প্রচলিত।

2 / 6
জন্মদিনের কেকে লাগানো মোমবাতিতে এক ফুঁতে সবকটি নেভাতে পারলে মনে করা হয়, গোটা বছর আপনার ভালো যাবে। আবার একই কারণে রান্নাঘরে রসুন ঝুলিয়ে রাখা হয়।

জন্মদিনের কেকে লাগানো মোমবাতিতে এক ফুঁতে সবকটি নেভাতে পারলে মনে করা হয়, গোটা বছর আপনার ভালো যাবে। আবার একই কারণে রান্নাঘরে রসুন ঝুলিয়ে রাখা হয়।

3 / 6
কুসংস্কার হলেও অনেকেই মনে করেন যে বছরের শুরুতে যদি আপনি সাদা প্রজাপতি দেখেন তাহলে আপনার সারা বছর ভালো যাবে। বহু লোকের মনে ধারণা দরজার পাশে আয়না রাখলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আনে।

কুসংস্কার হলেও অনেকেই মনে করেন যে বছরের শুরুতে যদি আপনি সাদা প্রজাপতি দেখেন তাহলে আপনার সারা বছর ভালো যাবে। বহু লোকের মনে ধারণা দরজার পাশে আয়না রাখলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আনে।

4 / 6
মনে করা হয়, রাতে শোবার আগে যদি কোনও মহিলা নুন জল পান করেন তাহলে তিনি তার হবু স্বামীকে নিয়ে স্বপ্ন দেখবেন। আবার, আপনি যদি নিজের ছায়া স্পর্শ করেন তাহলে আপনার ভাগ্য ভালো য়াবে বলেই মনে করা হয়।

মনে করা হয়, রাতে শোবার আগে যদি কোনও মহিলা নুন জল পান করেন তাহলে তিনি তার হবু স্বামীকে নিয়ে স্বপ্ন দেখবেন। আবার, আপনি যদি নিজের ছায়া স্পর্শ করেন তাহলে আপনার ভাগ্য ভালো য়াবে বলেই মনে করা হয়।

5 / 6
বাড়ির বাইরের দোরগোড়ায় লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখলে নাকি কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এমনই ধারণা নিয়ে আজকের দিনেও প্রায় অধিকাংশ দোকান বা বাড়িতেই এই প্রথার প্রচলন স্পষ্টতই লক্ষ করা যায়।

বাড়ির বাইরের দোরগোড়ায় লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখলে নাকি কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এমনই ধারণা নিয়ে আজকের দিনেও প্রায় অধিকাংশ দোকান বা বাড়িতেই এই প্রথার প্রচলন স্পষ্টতই লক্ষ করা যায়।

6 / 6
Follow Us: