ঈপ্সা চ্যাটার্জী |
Oct 04, 2024 | 6:15 PM
পুজো তো এসেই গিয়েছে। আর ক'টা দিন মাত্র। এবারের পুজোয় নতুন চমক এনেছে পালস। তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল খেয়েছেন?
রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালস-র ট্যাবলো। আট থেকে আশি- সকলেই সুযোগ পাচ্ছেন পালসের নতুন লজেন্স চেখে দেখার।
আর শুধু পালস ক্যান্ডিই নয়, লাকি ড্র-তে অংশ নিলে পেয়ে যাবেন বাইক, টিভি, মিক্সার জেতার সুযোগও। পুজোর সময় এমন উপহার পেতে কার না ভাল লাগে?
এবার পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গেল ইসলামপুরে। সেখানে ট্যাবলো দেখেই ভিড় জমান সাধারণ মানুষ। ঢাকের বোলের সঙ্গে সঙ্গেই মুখে পুরে নেন পালসের নতুন গোলমোল ক্যান্ডি।