Champions League: ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ-১৬-তে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) 'গ্রুপ-ডি'-এর শীর্ষে থেকে শেষ-১৬-তে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবৌতে ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন টনি ক্রুসরা। নিয়মরক্ষার ম্যাচেও ২-০ গোলে মিলানকে হারাল স্প্যানিশ জায়ান্টরা। গ্রুপ-ডি থেকে আগেই নকআউটের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। তবে এ দিনের ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট হল রিয়াল মাদ্রিদের। এবং ইন্টার মিলানের পয়েন্ট ১০।

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 1:06 PM
ম্যাচের ১৭ মিনিটের মাথায় রড্রিগোর (Rodrygo ) পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন টনি ক্রুস (Toni Kroos)।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় রড্রিগোর (Rodrygo ) পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন টনি ক্রুস (Toni Kroos)।

1 / 4
ইন্টার মিলানের বিরুদ্ধে টনি ক্রুসের এ দিনের গোলটি রিয়াল মাদ্রিদের ইউরোপিয়ান কাপের এক হাজারতম গোল। রিয়ালই প্রথম ক্লাব যারা এই কীর্তি গড়ল।

ইন্টার মিলানের বিরুদ্ধে টনি ক্রুসের এ দিনের গোলটি রিয়াল মাদ্রিদের ইউরোপিয়ান কাপের এক হাজারতম গোল। রিয়ালই প্রথম ক্লাব যারা এই কীর্তি গড়ল।

2 / 4
ম্যাচের ৭৯ মিনিটে কার্ভাজালের (Carvajal) পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও (Marco Asensio)।

ম্যাচের ৭৯ মিনিটে কার্ভাজালের (Carvajal) পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও (Marco Asensio)।

3 / 4
রিয়াল মাদ্রিদের এদের মিলিতাওকে (Eder Militao) পায়ে ঘুসি মেরে লাল কার্ড দেখেন নিকোলে বারেলা (Nicolo Barella)

রিয়াল মাদ্রিদের এদের মিলিতাওকে (Eder Militao) পায়ে ঘুসি মেরে লাল কার্ড দেখেন নিকোলে বারেলা (Nicolo Barella)

4 / 4
Follow Us: