AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

La Liga: ৪ ম্যাচ হাতে রেখেই ৩৫তম লা লিগা খেতায় জিতল রিয়াল মাদ্রিদ

'হালা মাদ্রিদ' গুঞ্জনটা থামছেই না। ঘরের মাঠে এস্পানলকে (Espanyol) ৪-০ গোলে হারিয়ে, ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগা (La Liga) চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এই নিয়ে ৩৫ বার এই ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এই ঘরোয়া খেতাব জিততে লস ব্র্যাঙ্কোসদের একটা ড্র-ই দরকার ছিল। কিন্তু দাপট দেখিয়ে খেতাব জেতার জন্য ঝাঁপিয়েছিল কার্লো আনচেলোত্তির ছেলেরা। এবং রীতিমতো গোল উৎসব করে লা লিগা শিরোপা ঘরে তুলে নিল রিয়াল মাদ্রিদ।

| Edited By: | Updated on: May 01, 2022 | 12:46 PM
Share
এস্পানলের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া গোল (৩৩ মিনিট ও ৪৩ মিনিট) করেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো।

এস্পানলের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া গোল (৩৩ মিনিট ও ৪৩ মিনিট) করেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো।

1 / 6
৫৫ মিনিটের মাথায় কামাভিঙ্গার পাস থেকে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিও।

৫৫ মিনিটের মাথায় কামাভিঙ্গার পাস থেকে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিও।

2 / 6
রিয়ালের খেতাব জয়ের দিন তাদের গোলমেশিন করিম বেঞ্জেমা ম্যাচের ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে করেন চতুর্থ গোলটি।

রিয়ালের খেতাব জয়ের দিন তাদের গোলমেশিন করিম বেঞ্জেমা ম্যাচের ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে করেন চতুর্থ গোলটি।

3 / 6
এই নিয়ে ৩৫ বার লা লিগা ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।

এই নিয়ে ৩৫ বার লা লিগা ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।

4 / 6
কার্লো আনচেলোত্তি ইতালিয়ান প্রথম ম্যানেজার যিনি ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের প্রতিটিতে শিরোপা জিতেছেন। ৩৫তম লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর, মাদ্রিদের প্লেয়াররা তাঁদের হেড কোচ কার্লো আনচেলত্তিকে বাতাসে উড়িয়ে দিয়ে উদযাপনে মেতেছেন।

কার্লো আনচেলোত্তি ইতালিয়ান প্রথম ম্যানেজার যিনি ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের প্রতিটিতে শিরোপা জিতেছেন। ৩৫তম লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর, মাদ্রিদের প্লেয়াররা তাঁদের হেড কোচ কার্লো আনচেলত্তিকে বাতাসে উড়িয়ে দিয়ে উদযাপনে মেতেছেন।

5 / 6
৩৫তম লা লিগা খেতাব জিতে উৎসবে মেতেছেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ও রিয়াল সমর্থকরা।

৩৫তম লা লিগা খেতাব জিতে উৎসবে মেতেছেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ও রিয়াল সমর্থকরা।

6 / 6