La Liga: ৪ ম্যাচ হাতে রেখেই ৩৫তম লা লিগা খেতায় জিতল রিয়াল মাদ্রিদ
'হালা মাদ্রিদ' গুঞ্জনটা থামছেই না। ঘরের মাঠে এস্পানলকে (Espanyol) ৪-০ গোলে হারিয়ে, ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগা (La Liga) চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এই নিয়ে ৩৫ বার এই ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এই ঘরোয়া খেতাব জিততে লস ব্র্যাঙ্কোসদের একটা ড্র-ই দরকার ছিল। কিন্তু দাপট দেখিয়ে খেতাব জেতার জন্য ঝাঁপিয়েছিল কার্লো আনচেলোত্তির ছেলেরা। এবং রীতিমতো গোল উৎসব করে লা লিগা শিরোপা ঘরে তুলে নিল রিয়াল মাদ্রিদ।
Most Read Stories