Breast Acne: স্তনেও দেখা দিতে পারে ব্রণর সমস্যা! জানুন এর পিছনে দায়ী কোন কারণগুলি
আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। ব্রণ হওয়ার জন্য স্তন ও তার চারপাশের অংশও সংবেদনশীল। উপরন্ত শরীরের এই সব অঞ্চলে লোমকূপ রয়েছে, যেখানে রয়েছে ফলিকলও। এই ফলিকল থেকে অতিরিক্ত সিবাম নিঃসৃত হলে বা অতিরিক্ত ঘাম হলে ব্রণর সমস্যা দেখা দেয়। এছাড়াও স্তনে ব্রণ হওয়ার পিছনে আরও কয়েকটি কারণ দায়ী।
Most Read Stories