Robert Lewandowski: বার্সার জার্সিতে অনুশীলন শুরু লেওয়ানডস্কির

Barcelona: নতুন দলে এ বার নিজেকে মানিয়ে নেওয়ার কাজে নেমে পড়লেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। মেডিকেল পরীক্ষার পর, বার্সার সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে কাতালান ক্লাবের হয়ে মিয়ামিতে অনুশীলন করাও শুরু করে দিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Jul 20, 2022 | 3:38 PM
নতুন দলে এ বার নিজেকে মানিয়ে নেওয়ার কাজে নেমে পড়লেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। মেডিকেল পরীক্ষার পর, বার্সার সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। (ছবি- টুইটার)

নতুন দলে এ বার নিজেকে মানিয়ে নেওয়ার কাজে নেমে পড়লেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। মেডিকেল পরীক্ষার পর, বার্সার সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। (ছবি- টুইটার)

1 / 5
বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে, কাতালান ক্লাবের হয়ে মিয়ামিতে অনুশীলন করাও শুরু করে দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সা টুইটার)

বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে, কাতালান ক্লাবের হয়ে মিয়ামিতে অনুশীলন করাও শুরু করে দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। (ছবি-বার্সা টুইটার)

2 / 5
বুন্দেশলিগার অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল অবধি কাতালান ক্লাবের হয়ে খেলবেন তিনি। (ছবি-বার্সা টুইটার)

বুন্দেশলিগার অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল অবধি কাতালান ক্লাবের হয়ে খেলবেন তিনি। (ছবি-বার্সা টুইটার)

3 / 5
মিয়ামিতে বর্তমাবে ক্লাব ফ্রেন্ডলিতে খেলছে বার্সেলোনা। ইন্টার মিয়ামিকে প্রীতি ম্যাচে ৬ গোলের মালা পরিয়েছে বার্সা। (ছবি-বার্সা টুইটার)

মিয়ামিতে বর্তমাবে ক্লাব ফ্রেন্ডলিতে খেলছে বার্সেলোনা। ইন্টার মিয়ামিকে প্রীতি ম্যাচে ৬ গোলের মালা পরিয়েছে বার্সা। (ছবি-বার্সা টুইটার)

4 / 5
 দলের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর সতীর্থদের সঙ্গে দেখা করেছেন লেওয়ানডস্কি। শুধু তাই নয়, ইন্টার মিয়ামির বিরুদ্ধে হওয়া বার্সার প্রীতি ম্যাচ দেখতে হাজির ছিলেন লেওয়ানডস্কি। (ছবি-বার্সা টুইটার)

দলের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর সতীর্থদের সঙ্গে দেখা করেছেন লেওয়ানডস্কি। শুধু তাই নয়, ইন্টার মিয়ামির বিরুদ্ধে হওয়া বার্সার প্রীতি ম্যাচ দেখতে হাজির ছিলেন লেওয়ানডস্কি। (ছবি-বার্সা টুইটার)

5 / 5
Follow Us: