শুধু বাড়ি নয়, সান্তাক্লজের আছে একটা পোস্ট অফিসও! কী কী হয় সেখানে

কোথায় রয়েছে সান্তাক্লজের এই পোস্ট অফিস...

| Updated on: Dec 28, 2020 | 4:00 PM
সান্তাক্লজের বাড়ি নিয়ে সবার মনে প্রচুর কৌতূহল। অনেকেই জানেন যে উত্তর ফিনল্যান্ডের ল্যাপেল্যান্ডে রোভানিএমি গ্রামে রয়েছে সান্তাক্লজের বাড়ি।

সান্তাক্লজের বাড়ি নিয়ে সবার মনে প্রচুর কৌতূহল। অনেকেই জানেন যে উত্তর ফিনল্যান্ডের ল্যাপেল্যান্ডে রোভানিএমি গ্রামে রয়েছে সান্তাক্লজের বাড়ি।

1 / 8
কিন্তু সান্তাক্লজের যে একটা নিজস্ব পোস্ট অফিস রয়েছে একথা বোধহয় জানা নেই অনেকেরই। সেই ১৯৮৫ সাল থেকে ফাদার অফ ক্রিসমাসের সমস্ত চিঠিপত্রের দায়িত্ব সামলায় ফিনল্যান্ডের এই পোস্ট অফিস।  রোভানিএমি গ্রাম থেকে ৭ মাইল উত্তরে রয়েছে এই পোস্ট অফিস।

কিন্তু সান্তাক্লজের যে একটা নিজস্ব পোস্ট অফিস রয়েছে একথা বোধহয় জানা নেই অনেকেরই। সেই ১৯৮৫ সাল থেকে ফাদার অফ ক্রিসমাসের সমস্ত চিঠিপত্রের দায়িত্ব সামলায় ফিনল্যান্ডের এই পোস্ট অফিস। রোভানিএমি গ্রাম থেকে ৭ মাইল উত্তরে রয়েছে এই পোস্ট অফিস।

2 / 8
সান্তাক্লজকে যাঁরা চিঠি লেখেন বা কার্ড পাঠান সবই জমা হয় পোস্ট অফিসে। সেখানকার কর্মীদের সাহায্যে সান্তাক্লজ নিজেই সেইসব চিঠি পড়েন, জবাব দেন। পাইন গাছে ঘেরা রয়েছে এই পোস্ট অফিস।

সান্তাক্লজকে যাঁরা চিঠি লেখেন বা কার্ড পাঠান সবই জমা হয় পোস্ট অফিসে। সেখানকার কর্মীদের সাহায্যে সান্তাক্লজ নিজেই সেইসব চিঠি পড়েন, জবাব দেন। পাইন গাছে ঘেরা রয়েছে এই পোস্ট অফিস।

3 / 8
ওই পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী সান্তাক্লজকে সাহায্য করার জন্য সেখানে যে কর্মীরা রয়েছেন তাঁদের নাকি কারও কারও বয়স ৩০০ পেরিয়েছে। অথচ বয়সের ভাবে দমে যাননি তাঁরা। বরং পূর্ণ উদ্যমে লণ্ঠন জ্বালিয়ে সান্তাক্লজের চিঠির দেখভাল করেন।এমনকি চিঠি লিখতে সান্তাক্লজের প্রয়োজনীয় যাবতীয় সাহায্যে হাজির থাকেন এরা।

ওই পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী সান্তাক্লজকে সাহায্য করার জন্য সেখানে যে কর্মীরা রয়েছেন তাঁদের নাকি কারও কারও বয়স ৩০০ পেরিয়েছে। অথচ বয়সের ভাবে দমে যাননি তাঁরা। বরং পূর্ণ উদ্যমে লণ্ঠন জ্বালিয়ে সান্তাক্লজের চিঠির দেখভাল করেন।এমনকি চিঠি লিখতে সান্তাক্লজের প্রয়োজনীয় যাবতীয় সাহায্যে হাজির থাকেন এরা।

4 / 8
২০০ দেশের ছেলেমেয়েরা এখনও পর্যন্ত চিঠি পাঠিয়েছে সান্তাকে। পোস্ট অফিসে জমা হয়েছে ২০ মিলিয়ন চিঠি।

২০০ দেশের ছেলেমেয়েরা এখনও পর্যন্ত চিঠি পাঠিয়েছে সান্তাকে। পোস্ট অফিসে জমা হয়েছে ২০ মিলিয়ন চিঠি।

5 / 8
সান্তাক্লজের বাড়িতে অবশ্য এবার ভিড় জমেনি পর্যটকদের। কোভিডের কারণে সতর্কতার খাতিরেই বাচ্চাদের নিয়ে সান্তাক্লজের বাড়িতে যেতে পারেননি মা-বাবারা।

সান্তাক্লজের বাড়িতে অবশ্য এবার ভিড় জমেনি পর্যটকদের। কোভিডের কারণে সতর্কতার খাতিরেই বাচ্চাদের নিয়ে সান্তাক্লজের বাড়িতে যেতে পারেননি মা-বাবারা।

6 / 8
তবে প্রতি বছরই সান্তাক্লজের গ্রামে বাচ্চাদের জন্য থাকে অনেক আয়োজন। স্লেজগাড়ি চড়ে বরফে রাস্তায় ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যায়।

তবে প্রতি বছরই সান্তাক্লজের গ্রামে বাচ্চাদের জন্য থাকে অনেক আয়োজন। স্লেজগাড়ি চড়ে বরফে রাস্তায় ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যায়।

7 / 8
স্নোম্যানদের হাত ধরে বাচ্চাদের স্কেটিং করার বন্দোবস্তও থাকে। এত আয়োজন দেখে বেজায় খুশি থাকে বাচ্চারাও।

স্নোম্যানদের হাত ধরে বাচ্চাদের স্কেটিং করার বন্দোবস্তও থাকে। এত আয়োজন দেখে বেজায় খুশি থাকে বাচ্চারাও।

8 / 8
Follow Us: