IND vs SA: রবিরাতে রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাঁচকাহন

রবিবাসরীয় ম্যাচে রাঁচিতে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন ভারতের তরুণ তারকা ঈশান কিষাণ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুই দলই তৃতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ দেখল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে চওড়া হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লু।

| Edited By: | Updated on: Oct 10, 2022 | 6:00 AM
রবিবাসরীয় ম্যাচে রাঁচিতে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন ভারতের তরুণ তারকা ঈশান কিষাণ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুই দলই তৃতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ দেখল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে চওড়া হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লু। (ছবি-বিসিসিআই)

রবিবাসরীয় ম্যাচে রাঁচিতে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন ভারতের তরুণ তারকা ঈশান কিষাণ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুই দলই তৃতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ দেখল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে চওড়া হাসি মুখে নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লু। (ছবি-বিসিসিআই)

1 / 6
টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে রিজা হেন্ড্রিক্স ও এইডেন মার্করাম জুটিতে তোলেন ১২৯ রান। সেই জুটিকে ক্রিজ থেকে টলাতে পারছিলেন না ভারতীয় বোলাররা। শেষ অবধি যা করে দেখান ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তিনি ভাঙেন এই বিধ্বংসী জুটি। (ছবি-বিসিসিআই)

টসে জিতে প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে রিজা হেন্ড্রিক্স ও এইডেন মার্করাম জুটিতে তোলেন ১২৯ রান। সেই জুটিকে ক্রিজ থেকে টলাতে পারছিলেন না ভারতীয় বোলাররা। শেষ অবধি যা করে দেখান ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তিনি ভাঙেন এই বিধ্বংসী জুটি। (ছবি-বিসিসিআই)

2 / 6
দেশের জার্সিতে আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলার শাহবাজ আহমেদ। মোট ১০ ওভার বল করে ৫৪ রান খরচ করেছেন তিনি। বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। দশম ওভারের পঞ্চম বলে জানেমন মালানের উইকেট তুলে নেন তিনি। এটি শাহবাজের প্রথম আন্তর্জাতিক ওডিআই উইকেট। (ছবি-বিসিসিআই)

দেশের জার্সিতে আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলার শাহবাজ আহমেদ। মোট ১০ ওভার বল করে ৫৪ রান খরচ করেছেন তিনি। বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। দশম ওভারের পঞ্চম বলে জানেমন মালানের উইকেট তুলে নেন তিনি। এটি শাহবাজের প্রথম আন্তর্জাতিক ওডিআই উইকেট। (ছবি-বিসিসিআই)

3 / 6
২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে, ভারতের তৃতীয় উইকেটে ঈশান-শ্রেয়স জুটিতে ওঠে ১৬১ রান। এই জুটিই টিম ইন্ডিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছিল। (ছবি-বিসিসিআই)

২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে, ভারতের তৃতীয় উইকেটে ঈশান-শ্রেয়স জুটিতে ওঠে ১৬১ রান। এই জুটিই টিম ইন্ডিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছিল। (ছবি-বিসিসিআই)

4 / 6
রাঁচি ঈশান কিষাণের ঘরের মাঠ। ফলে নিজের ঘরের মাছে শতরান হাতছাড়া করে নিশ্চিত খানিকটা হতাশ তিনি। যদিও তাঁর কথায় ফুটে উঠল না হতাশা। বরং ম্যাচের শেষে ঈশান বলেন, "দুর্ভাগ্যজনক যে আমি সেঞ্চুরি মিস করেছি। কিন্তু আমি খুশি যে আমার দল ম্যাচ জিতেছে। নতুন ব্যাটারের জন্য এই পিচে রান করা খুব সহজ ছিল না। বিপক্ষ দলকে চাপ দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ওদের ভুল গুলোকে আমরা কাজে লাগাচ্ছিলাম। বুকের কাছে বল উঠে গেলেই পুল মারার চেষ্টাও করেছিলাম। সব বার যদিও ওই স্ট্র্যাটেজিতে সফল হইনি।" (ছবি-বিসিসিআই)

রাঁচি ঈশান কিষাণের ঘরের মাঠ। ফলে নিজের ঘরের মাছে শতরান হাতছাড়া করে নিশ্চিত খানিকটা হতাশ তিনি। যদিও তাঁর কথায় ফুটে উঠল না হতাশা। বরং ম্যাচের শেষে ঈশান বলেন, "দুর্ভাগ্যজনক যে আমি সেঞ্চুরি মিস করেছি। কিন্তু আমি খুশি যে আমার দল ম্যাচ জিতেছে। নতুন ব্যাটারের জন্য এই পিচে রান করা খুব সহজ ছিল না। বিপক্ষ দলকে চাপ দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ওদের ভুল গুলোকে আমরা কাজে লাগাচ্ছিলাম। বুকের কাছে বল উঠে গেলেই পুল মারার চেষ্টাও করেছিলাম। সব বার যদিও ওই স্ট্র্যাটেজিতে সফল হইনি।" (ছবি-বিসিসিআই)

5 / 6
চলতি ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটির দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। রাঁচিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে জ্বলে উঠেছিল তাঁর ব্যাট। এ দিন তিনি আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করেন। শেষ অবধি ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে, দলকে জিতিয়ে, ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়েন তিনি। (ছবি-বিসিসিআই)

চলতি ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটির দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। রাঁচিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে জ্বলে উঠেছিল তাঁর ব্যাট। এ দিন তিনি আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করেন। শেষ অবধি ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে, দলকে জিতিয়ে, ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়েন তিনি। (ছবি-বিসিসিআই)

6 / 6
Follow Us: