Shweta Tiwari Fashion: কালো বডিকোন পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ৪১ বছর বয়সী শ্বেতা তিওয়ারি…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Updated on: Feb 16, 2022 | 10:30 AM
অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ৪১ বছরেও যেন তারুণ্যকে হার মানাচ্ছেন। দেখুন শ্বেতার আকর্ষণীয় কিছু ছবি...
Feb 16, 2022 | 10:30 AM
৪১ বছরেও চেহারায় নেই এক ফোঁটাও বয়সের ছাপ। বরং এই প্রজন্মের অভিনেত্রীদের সহজেই হারিয়ে দিতে পারেন ভারতীয় টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
ম্প্রতি কালো রঙের এই বডিকন ড্রেসে ঝড় তুললেন শ্বেতা।
শ্বেতার মেয়েও এখন নায়িকা হতে চলেছেন। কিন্তু শ্বেতাকে দেখলে কে বলবে, তিনি ২১ বছর বয়সী মেয়ের মা।
কালো রঙের এই শিমারি ড্রেসে শ্বেতা তিওয়ারির আওয়ারগøাস ফিগার স্পষ্ট। শরীরে এক ফোঁটাও মেদ নেই।
সিকুইনড মিনি ড্রেসে শ্বেতা তিওয়ারি কোনও সুন্দরী কিশোরীর থেকে কম নন। কেউ বিশ্বাসই করবেন না তার বয়স ৪০ পেরিয়েছে।
অফ শোল্ডার ড্রেসেও দারুণ আকর্ষণীয় শ্বেতা তিওয়ারি। সোশ্যালে প্রায়ই ঝড় তোলেন অভিনেত্রী।
লাল রঙের পোশাকেও অসাধারণ মায়াবী লুক তৈরি করতে পারেন শ্বেতা তিওয়ারি।