AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sidharth-Kiara Wedding: কিয়ারার এই একটা কাজ বারে বারে কষ্ট দেয় সিদ্ধার্থকে, হবু স্ত্রীকে নিয়ে অভিযোগ

Relationship Gossip: কিয়ারার কোন বিষয়টা তাঁর পছন্দ নয়? কোনও রাখঢাক ছাড়াই উত্তরে জানিয়েছিলেন সিদ্ধার্থ...

| Edited By: | Updated on: Feb 04, 2023 | 10:03 AM
Share
সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের বিয়ের প্রতিটা খবর। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেি বিয়ে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে।

সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের বিয়ের প্রতিটা খবর। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেি বিয়ে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে।

1 / 6
তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।

তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।

2 / 6
পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পড়েনি লিস্ট থেকে। সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া।

পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পড়েনি লিস্ট থেকে। সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া।

3 / 6
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের সব খবর নেটপাড়ায় ভাইরাল। এবার ফাঁস হল মেনু। থাকছে রাজস্থানের সাবেকি নানান পদ। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও।

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের সব খবর নেটপাড়ায় ভাইরাল। এবার ফাঁস হল মেনু। থাকছে রাজস্থানের সাবেকি নানান পদ। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও।

4 / 6
সেই সূত্রেই কিয়ারা ও ভিকি দুজনেই বিয়ের পর ফিরবেন সেটে। তবে এখন নজরে কেবলই তাঁদের বিয়ের খবর। ভাইরাল হয়েছে ইতিমধ্যে মেনুও। তালিকায় কী কী আছে জানেন?

সেই সূত্রেই কিয়ারা ও ভিকি দুজনেই বিয়ের পর ফিরবেন সেটে। তবে এখন নজরে কেবলই তাঁদের বিয়ের খবর। ভাইরাল হয়েছে ইতিমধ্যে মেনুও। তালিকায় কী কী আছে জানেন?

5 / 6
কারণ, দুজনেরই হাতে বর্তমানে কাজের চাপ। একের পর এক ছবির কাজ করে চলেছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থও ব্যস্ত রয়েছেন তাঁর ওটিটির কাজ নিয়ে।

কারণ, দুজনেরই হাতে বর্তমানে কাজের চাপ। একের পর এক ছবির কাজ করে চলেছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থও ব্যস্ত রয়েছেন তাঁর ওটিটির কাজ নিয়ে।

6 / 6