AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সান্তাক্লজের বাড়ি আসলে কোথায়? ক্রিসমাস ইভের আগে জানুন সান্তা-র অজানা গল্প

সান্তাক্লজের বাড়ি নিয়ে রয়েছে নানা মত।

| Updated on: Dec 28, 2020 | 4:03 PM
Share
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ক্রিসমাস ইভ। আর তাই ছোটোদের মনমতো উপহার নিয়ে হাজির হবে সান্তাক্লজ। ফর্দ মিলিয়ে সান্তা একদম তৈরি। কিন্তু আদৌ কি সান্তাক্লজ বলে কেউ আছে? নাকি সবই কল্পনা? এই নিয়ে কথিত আছে অসংখ্য প্রবাদ। এমনকি সান্তাক্লজের বাড়ি নিয়েও রয়েছে নানা মত।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ক্রিসমাস ইভ। আর তাই ছোটোদের মনমতো উপহার নিয়ে হাজির হবে সান্তাক্লজ। ফর্দ মিলিয়ে সান্তা একদম তৈরি। কিন্তু আদৌ কি সান্তাক্লজ বলে কেউ আছে? নাকি সবই কল্পনা? এই নিয়ে কথিত আছে অসংখ্য প্রবাদ। এমনকি সান্তাক্লজের বাড়ি নিয়েও রয়েছে নানা মত।

1 / 9
সান্তাক্লজ ছাড়াও রয়েছে তার আরও অনেক নাম। কেউ বলেন ফাদার অফ ক্রিসমাস, কেউ বা বলেন ক্রিস কিঙ্গল। অনেকে আবার পাশ্চাত্যের এই কিংবদন্তী চরিত্রের সঙ্গে সেন্ট নিকোলাসেরও যোগসূত্র খুঁজে পেয়েছেন।

সান্তাক্লজ ছাড়াও রয়েছে তার আরও অনেক নাম। কেউ বলেন ফাদার অফ ক্রিসমাস, কেউ বা বলেন ক্রিস কিঙ্গল। অনেকে আবার পাশ্চাত্যের এই কিংবদন্তী চরিত্রের সঙ্গে সেন্ট নিকোলাসেরও যোগসূত্র খুঁজে পেয়েছেন।

2 / 9
প্রবাদ অনুযায়ী ক্রিসমাস ইভ অর্থাৎ ২৪ ডিসেম্বর রাতে ছোট ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে উপহার দিয়ে যায় সান্তাক্লজ। ছোটবেলা ক্রিসমাসের আগের রাতে বালিশের পাশে কিংবা ক্রিসমাস ট্রি-তে সাদা মোজা ঝুলিয়ে রাখার ঘটনা প্রায় সকলের জীবনেই ঘটেছে। বড়দিনের সকালে উপহারও পাওয়া গিয়েছে। তবে কে কখন তা দিয়ে গিয়েছে এ ব্যাপারে কোনও ব্যাখ্যা নেই।

প্রবাদ অনুযায়ী ক্রিসমাস ইভ অর্থাৎ ২৪ ডিসেম্বর রাতে ছোট ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে উপহার দিয়ে যায় সান্তাক্লজ। ছোটবেলা ক্রিসমাসের আগের রাতে বালিশের পাশে কিংবা ক্রিসমাস ট্রি-তে সাদা মোজা ঝুলিয়ে রাখার ঘটনা প্রায় সকলের জীবনেই ঘটেছে। বড়দিনের সকালে উপহারও পাওয়া গিয়েছে। তবে কে কখন তা দিয়ে গিয়েছে এ ব্যাপারে কোনও ব্যাখ্যা নেই।

3 / 9
বরফে ঢাকা চরম শীতের দেশ থেকে স্লেজগাড়ি চড়ে লোকালয়ে আসে সান্তাক্লজ। সেই গাড়ি টেনে নিয়ে আসে রেনডিয়াররা। তবে সান্তার বাড়ি নিয়েও রয়েছে নানা মত। অনেকে বলেন সান্তাক্লজ আসলে আসে ফিনল্যান্ড থেকে।

বরফে ঢাকা চরম শীতের দেশ থেকে স্লেজগাড়ি চড়ে লোকালয়ে আসে সান্তাক্লজ। সেই গাড়ি টেনে নিয়ে আসে রেনডিয়াররা। তবে সান্তার বাড়ি নিয়েও রয়েছে নানা মত। অনেকে বলেন সান্তাক্লজ আসলে আসে ফিনল্যান্ড থেকে।

4 / 9
যদিও ফিনল্যান্ডের বাসিন্দাদের দাবি সান্তাক্লজের আসল বাড়ি ল্যাপল্যান্ড প্রদেশের কোরভাটুনটুরি-তে। সেখান থেকেই বাচ্চাদের জন্য নানা রকমের উপহার নিয়ে হাজির হন সাদা-লাল লম্বা কোট, মাথায় টুপি আর মুখভর্তি সাদা লম্বা দাড়িওয়ালা সান্তাক্লজ।

যদিও ফিনল্যান্ডের বাসিন্দাদের দাবি সান্তাক্লজের আসল বাড়ি ল্যাপল্যান্ড প্রদেশের কোরভাটুনটুরি-তে। সেখান থেকেই বাচ্চাদের জন্য নানা রকমের উপহার নিয়ে হাজির হন সাদা-লাল লম্বা কোট, মাথায় টুপি আর মুখভর্তি সাদা লম্বা দাড়িওয়ালা সান্তাক্লজ।

5 / 9
অন্যদিকে সেন্টা নিকোলাস নামে যাঁরা সঙ্গে সান্তাক্লজের তুলনা করা হয় সেই নিকোলাস ছিলেন চতুর্থ শতকের একজন খ্রিস্টান সন্ত। সেই সময় অর্থাৎ মধ্যযুগে মাইরার একটি রোমান শহরের বিশপ ছিলেন এই সেন্ট নিকোলাস। সেই শহরই বর্তমানে তুরস্ক।

অন্যদিকে সেন্টা নিকোলাস নামে যাঁরা সঙ্গে সান্তাক্লজের তুলনা করা হয় সেই নিকোলাস ছিলেন চতুর্থ শতকের একজন খ্রিস্টান সন্ত। সেই সময় অর্থাৎ মধ্যযুগে মাইরার একটি রোমান শহরের বিশপ ছিলেন এই সেন্ট নিকোলাস। সেই শহরই বর্তমানে তুরস্ক।

6 / 9
বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তাক্লজকে নিয়ে নানা ধারনা রয়েছে। তবে ফিনল্যান্ডের বাসিন্দাদের ধারনাই সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। বলা হয়, ফিনল্যান্ডে খ্রিস্টধর্ম প্রবর্তনের আগের পর্বে Yule বলে একটি উৎসব পালন করতেন ফিনিশরা। সেখানে লোমশ জ্যাকেট পরে মাথায় শিং লাগিয়ে সাজগোজ করতেন একদম মানুষ। এরপর দল বেঁধে বিভিন্ন বাড়িতে গিয়ে উপহার আর খাবার চাইতেন তাঁরা। পছন্দসই জিনিস না পেলে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ভয় দেখাতেন ওই লোকেরা।

বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তাক্লজকে নিয়ে নানা ধারনা রয়েছে। তবে ফিনল্যান্ডের বাসিন্দাদের ধারনাই সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। বলা হয়, ফিনল্যান্ডে খ্রিস্টধর্ম প্রবর্তনের আগের পর্বে Yule বলে একটি উৎসব পালন করতেন ফিনিশরা। সেখানে লোমশ জ্যাকেট পরে মাথায় শিং লাগিয়ে সাজগোজ করতেন একদম মানুষ। এরপর দল বেঁধে বিভিন্ন বাড়িতে গিয়ে উপহার আর খাবার চাইতেন তাঁরা। পছন্দসই জিনিস না পেলে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ভয় দেখাতেন ওই লোকেরা।

7 / 9
এরপর সেন্ট নিকোলাস ফিনল্যান্ডে আসার পর এই উৎসব পালনের ভঙ্গিমা বদলে যায়। উপহার নেওয়ার পরিবর্তে এলাকার ভালো ছেলেমেয়েদের বাড়ি গিয়ে উপহার দিয়ে আসার চল শুরু হয়। অনুমান করা হয়, এরপর থেকেই সান্তাক্লজের ধারনার প্রবর্তন হয়েছে।

এরপর সেন্ট নিকোলাস ফিনল্যান্ডে আসার পর এই উৎসব পালনের ভঙ্গিমা বদলে যায়। উপহার নেওয়ার পরিবর্তে এলাকার ভালো ছেলেমেয়েদের বাড়ি গিয়ে উপহার দিয়ে আসার চল শুরু হয়। অনুমান করা হয়, এরপর থেকেই সান্তাক্লজের ধারনার প্রবর্তন হয়েছে।

8 / 9
বর্তমানে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে প্রদেশে থাকা সান্তাক্লজের বাড়ি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি-তে রয়েছে ফিনিশ (ফিনল্যান্ড) সান্তার বাড়ি।

বর্তমানে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে প্রদেশে থাকা সান্তাক্লজের বাড়ি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি-তে রয়েছে ফিনিশ (ফিনল্যান্ড) সান্তার বাড়ি।

9 / 9