Sourav Ganguly Biopic: বাণিজ্য নগরীতে সৌরভ, বায়োপিকে থাকছেন ধোনিও!
Sourav Ganguly meets MS Dhoni: বাণিজ্য নগরীতে হাজির মহারাজ। এ বার ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করলেন অপর এক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের বায়োপিকের কাজে মুম্বইতে আসা যাওয়া লেগেই রয়েছে সৌরভের। এ বার মুম্বইতে ধোনির সঙ্গে সৌরভ দেখা করার পর মহারাজের ভক্তরা মনে করছেন, দাদার বায়োপিকে হয়তো থাকছেন ধোনিও।
Most Read Stories