IPL 2024: ধোনি-রোহিত-বিরাট ছাড়া আর কোন ক্রিকেটার IPLএর জন্মলগ্ন থেকে প্রতি মরসুমে খেলেছেন?

IPL 2024: প্রাপ্তবয়স্ক হওয়ার পথে এগোচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কারণ দেখতে দেখতে ১৬টা আইপিএল পর্ব ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ১৭তম আইপিএল শুরু হওয়ার কথা নতুন বছরের মার্চে। দুবাইতে আইপিএল-২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। ৭২জন নতুন ক্রিকেটারকে সেখান থেকে কিনে দল সাজিয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি। এখনও অবধি আইপিএলের যে ১৬টি সংস্করণ হয়েছে, তার সবক'টিতে খেলেছেন এমন ক্রিকেটার রয়েছেন ৭জন। তাঁরা কারা?

| Edited By: | Updated on: Dec 21, 2023 | 8:25 AM
১৭তম আইপিএল শুরু হওয়ার কথা ২০২৪ সালের মার্চে। দুবাইতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আইপিএল-২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৭২জন নতুন ক্রিকেটারকে কিনে দল সাজিয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি। এখনও অবধি আইপিএলের যে ১৬টি মরসুম হয়েছে, তার সব গুলোতে খেলেছেন এমন ক্রিকেটার রয়েছেন ৭জন। তাঁরা কারা? রইল বিস্তারিত।

১৭তম আইপিএল শুরু হওয়ার কথা ২০২৪ সালের মার্চে। দুবাইতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আইপিএল-২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৭২জন নতুন ক্রিকেটারকে কিনে দল সাজিয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি। এখনও অবধি আইপিএলের যে ১৬টি মরসুম হয়েছে, তার সব গুলোতে খেলেছেন এমন ক্রিকেটার রয়েছেন ৭জন। তাঁরা কারা? রইল বিস্তারিত।

1 / 8
মহেন্দ্র সিং ধোনি - ২০০৮ সাল থেকে ২০২৩ সাল অবধি আইপিএলের সকল সংস্করণে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের জন্মলগ্ন থেকে এখনও অবধি চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে মোট ২৫০টি আইপিএল ম্যাচ খেলেছেন মাহি। করেছেন ৫০৮২ রান।

মহেন্দ্র সিং ধোনি - ২০০৮ সাল থেকে ২০২৩ সাল অবধি আইপিএলের সকল সংস্করণে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের জন্মলগ্ন থেকে এখনও অবধি চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে মোট ২৫০টি আইপিএল ম্যাচ খেলেছেন মাহি। করেছেন ৫০৮২ রান।

2 / 8
বিরাট কোহলি - আইপিএলের জন্মলগ্ন থেকে একটি মাত্র টিমের সদস্য বিরাট কোহলি। তিনিই এক মাত্র ক্রিকেটার, যিনি আইপিএলের ১৬টা মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন। এখনও অবধি আইপিএলে মোট ২৩৭টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ৭২৬৩ রান।

বিরাট কোহলি - আইপিএলের জন্মলগ্ন থেকে একটি মাত্র টিমের সদস্য বিরাট কোহলি। তিনিই এক মাত্র ক্রিকেটার, যিনি আইপিএলের ১৬টা মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন। এখনও অবধি আইপিএলে মোট ২৩৭টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ৭২৬৩ রান।

3 / 8
রোহিত শর্মা - আইপিএলের অন্যতম সফল দলের সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০০৮ সাল থেকে আইপিএলের প্রতিটি মরসুমে খেলেছেন রোহিত। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে প্রথম আইপিএল খেতাব জিতেছিলেন রোহিত। তারপর মুম্বইকে ৫টি ট্রফি জিতিয়েছেন।

রোহিত শর্মা - আইপিএলের অন্যতম সফল দলের সদ্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০০৮ সাল থেকে আইপিএলের প্রতিটি মরসুমে খেলেছেন রোহিত। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে প্রথম আইপিএল খেতাব জিতেছিলেন রোহিত। তারপর মুম্বইকে ৫টি ট্রফি জিতিয়েছেন।

4 / 8
শিখর ধাওয়ান - ২০০৮ সাল থেকে প্রতিটা আইপিএল মরসুমে খেলেছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। এখনও অবধি তিনি আইপিএলে ২১৭টি ম্যাচে খেলেছেন। করেছেন ৬৬১৭ রান। ভারতীয় ক্রিকেটের গব্বর আইপিএলে খেলেছে ডেকান চার্জার্স, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদে। বর্তমানে তিনি পঞ্জাবের অধিনায়ক।

শিখর ধাওয়ান - ২০০৮ সাল থেকে প্রতিটা আইপিএল মরসুমে খেলেছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। এখনও অবধি তিনি আইপিএলে ২১৭টি ম্যাচে খেলেছেন। করেছেন ৬৬১৭ রান। ভারতীয় ক্রিকেটের গব্বর আইপিএলে খেলেছে ডেকান চার্জার্স, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদে। বর্তমানে তিনি পঞ্জাবের অধিনায়ক।

5 / 8
ঋদ্ধিমান সাহা - বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন। বিরাট, ধোনি, রোহিতদের থেকে আইপিএলে কম ম্যাচে খেললেও তিনি প্রতি মরসুমেই খেলার সুযোগ পেয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, কেকেআর, কিংস ইলেভেন পঞ্জাব, হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে ১৬১টি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান।

ঋদ্ধিমান সাহা - বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন। বিরাট, ধোনি, রোহিতদের থেকে আইপিএলে কম ম্যাচে খেললেও তিনি প্রতি মরসুমেই খেলার সুযোগ পেয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, কেকেআর, কিংস ইলেভেন পঞ্জাব, হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে ১৬১টি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান।

6 / 8
দীনেশ কার্তিক - ২০০৮ সাল থেকে আইপিএলে মোট ৬টি দলে খেলেছেন দীনেশ কার্তিক। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিটি সংস্করণেই খেলার সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএল কেরিয়ারে ২৪২টি ম্যাচ খেলে ৪৫১৬ রান করেছেন ডিকে।

দীনেশ কার্তিক - ২০০৮ সাল থেকে আইপিএলে মোট ৬টি দলে খেলেছেন দীনেশ কার্তিক। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিটি সংস্করণেই খেলার সুযোগ পেয়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএল কেরিয়ারে ২৪২টি ম্যাচ খেলে ৪৫১৬ রান করেছেন ডিকে।

7 / 8
মণীশ পান্ডে - এক, দুই নয় ২০০৮ সালের আইপিএল থেকে এখনও অবধি মোট ৭টি দলে খেলেছেন মণীশ পান্ডে। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, আপসিবি, হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলের ১৭০টি ম্যাচ খেলেছিলেন মণীশ পান্ডে। তাতে করেছেন ৩৮০৮ রান।

মণীশ পান্ডে - এক, দুই নয় ২০০৮ সালের আইপিএল থেকে এখনও অবধি মোট ৭টি দলে খেলেছেন মণীশ পান্ডে। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, আপসিবি, হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলের ১৭০টি ম্যাচ খেলেছিলেন মণীশ পান্ডে। তাতে করেছেন ৩৮০৮ রান।

8 / 8
Follow Us: