Rinku Singh: বজরংবলীর ভক্ত রিঙ্কু সিং, তাই কি এত বলশালী তিনি?

Rinku Singh Bajrangbali Bhakt: টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি রিঙ্কু সিং অল্প কয়েকদিনের মধ্যে নিজের পরিচিতি বানিয়ে ফেলেছেন। এ বার দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে রিঙ্কু সিংয়ের জ্বলে ওঠার পালা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে কখনও রিঙ্কু সিং খেলেননি। এই বিদেশ সফর তাঁর কাছে বিশেষ। কারণ, তিনি প্রোটিয়াদের দেশে গিয়ে প্রথম বার রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনুশীলন করছেন। সেখানেই বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন, তিনি বজরংবলীর ভক্ত।

| Edited By: | Updated on: Dec 09, 2023 | 7:05 PM
রিঙ্কু সিং তাঁর সাদামাটা স্বভাবের জন্য সকলের বিরাট প্রিয়। তাঁর পাওয়ার হিটিং ক্ষমতাও যে কোনও ক্রিকেট প্রেমীর নজর কাড়ে। রবিবার থেকে রিঙ্কু সিংয়ের প্রোটিয়াদের বিরুদ্ধে জ্বলে ওঠার পালা। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

রিঙ্কু সিং তাঁর সাদামাটা স্বভাবের জন্য সকলের বিরাট প্রিয়। তাঁর পাওয়ার হিটিং ক্ষমতাও যে কোনও ক্রিকেট প্রেমীর নজর কাড়ে। রবিবার থেকে রিঙ্কু সিংয়ের প্রোটিয়াদের বিরুদ্ধে জ্বলে ওঠার পালা। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

1 / 8
চলতি বছরেই রিঙ্কু সিংয়ের জাতীয় দলে ডেবিউ হয়েছে। এই নিয়ে তৃতীয় বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু। এর আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে গিয়েছিলেন। তারপর চিনের হানঝাউতে এশিয়ান গেমস খেলতে গিয়েছিলেন। এ বার নেলসন ম্যান্ডেলার দেশে গিয়েছেন তিনি। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

চলতি বছরেই রিঙ্কু সিংয়ের জাতীয় দলে ডেবিউ হয়েছে। এই নিয়ে তৃতীয় বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু। এর আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে গিয়েছিলেন। তারপর চিনের হানঝাউতে এশিয়ান গেমস খেলতে গিয়েছিলেন। এ বার নেলসন ম্যান্ডেলার দেশে গিয়েছেন তিনি। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

2 / 8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এক সাক্ষাৎকারে রিঙ্কু সিং সেখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে নিজের মনোভাব জানান। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রথম বার অনুশীলন করার অনুভূতি শেয়ার করেন রিঙ্কু। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এক সাক্ষাৎকারে রিঙ্কু সিং সেখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে নিজের মনোভাব জানান। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রথম বার অনুশীলন করার অনুভূতি শেয়ার করেন রিঙ্কু। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

3 / 8
বিসিসিআইয়ের ওই সাক্ষাৎকারেই রিঙ্কু সিং জানান, তিনি বজরংবলীর ভক্ত। সারাদিন রুমের মধ্যে রিঙ্কু বজরংবলীর গান শোনেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

বিসিসিআইয়ের ওই সাক্ষাৎকারেই রিঙ্কু সিং জানান, তিনি বজরংবলীর ভক্ত। সারাদিন রুমের মধ্যে রিঙ্কু বজরংবলীর গান শোনেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

4 / 8
রিঙ্কু সিং বলেন, 'আমি বরাবর নিজের ফিটনেসের দিকে লক্ষ্য রাখি। জোরে দৌড়াই। ক্রিকেট খেলতে গেলে সেটা প্রয়োজন।' ওই সাক্ষাৎকারের সময় রিঙ্কু সিংয়ের পিছনে এসে দাঁড়ান শুভমন গিল। তিনি রিঙ্কুকে প্রশ্ন করেন, তাঁকে বাঁদর কামড়েছিল বলে কি তিনি জোরে দৌড়ান? (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

রিঙ্কু সিং বলেন, 'আমি বরাবর নিজের ফিটনেসের দিকে লক্ষ্য রাখি। জোরে দৌড়াই। ক্রিকেট খেলতে গেলে সেটা প্রয়োজন।' ওই সাক্ষাৎকারের সময় রিঙ্কু সিংয়ের পিছনে এসে দাঁড়ান শুভমন গিল। তিনি রিঙ্কুকে প্রশ্ন করেন, তাঁকে বাঁদর কামড়েছিল বলে কি তিনি জোরে দৌড়ান? (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

5 / 8
শুভমন গিল পিছন থেকে রিঙ্কুকে হঠাৎ এমন প্রশ্ন করায় চমকে যান। এরপর হাসতে থাকেন। শেষে জানান, বাঁদর কামড়ানোর কারণেই তিনি জোরে দৌড়ান। হাতে বাঁদরের কামড়ের দাগও দেখান রিঙ্কু। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

শুভমন গিল পিছন থেকে রিঙ্কুকে হঠাৎ এমন প্রশ্ন করায় চমকে যান। এরপর হাসতে থাকেন। শেষে জানান, বাঁদর কামড়ানোর কারণেই তিনি জোরে দৌড়ান। হাতে বাঁদরের কামড়ের দাগও দেখান রিঙ্কু। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

6 / 8
বজরংবলীর ভক্ত হওয়ার জন্য কি রিঙ্কু সিং এত শক্তিশালী? তাঁর কথায় তেমন ইঙ্গিতই খুঁজে পেয়েছেন নেটিজ়েনরা। রিঙ্কুর ব্যাটে লম্বা লম্বা চার-ছয় দেখলেই অনেক ক্রিকেট প্রেমীর মনে পড়তেই পারে, তিনি বজরংবলীর ভক্ত বলেই তাঁরা এমন শট দেখতে পাচ্ছেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

বজরংবলীর ভক্ত হওয়ার জন্য কি রিঙ্কু সিং এত শক্তিশালী? তাঁর কথায় তেমন ইঙ্গিতই খুঁজে পেয়েছেন নেটিজ়েনরা। রিঙ্কুর ব্যাটে লম্বা লম্বা চার-ছয় দেখলেই অনেক ক্রিকেট প্রেমীর মনে পড়তেই পারে, তিনি বজরংবলীর ভক্ত বলেই তাঁরা এমন শট দেখতে পাচ্ছেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

7 / 8
৫ নম্বরে ব্যাট করতে রিঙ্কু সাবলীল। এ বার দেখার দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনি কেমন খেলেন। এবং ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন কিনা। তা করতে পারলে তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টের ২০২৪ টি-২০ বিশ্বকাপের ভাবনায় আরও ভালো করে ঢুকে পড়বেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

৫ নম্বরে ব্যাট করতে রিঙ্কু সাবলীল। এ বার দেখার দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনি কেমন খেলেন। এবং ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন কিনা। তা করতে পারলে তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টের ২০২৪ টি-২০ বিশ্বকাপের ভাবনায় আরও ভালো করে ঢুকে পড়বেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: