Sara Tendulkar: শুধু রূপে নয়, গুণেও লক্ষ্মী সচিনকন্যা; কী ব্যবসা চালান সারা, জানেন?
Shubman Gill-Sara Tendulkar: টিম ইন্ডিয়ার রাইজিং স্টার শুভমন গিলের সঙ্গে প্রায়শই সচিনকন্যা সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন শোনা যায়। কখনও শুভমন ও সারা তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। আদৌ তাঁরা কোনও সম্পর্কে রয়েছেন কিনা তা নিশ্চিত নন কেউই। শুভমন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। অন্যদিকে সারাও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন। সচিনকন্যা সারা শুধু রূপে নন, গুণেও লক্ষ্মী। করেন নিজের ব্যবসাও।
Most Read Stories