IPL 2024: কী কারণে আইপিএলে দর বাড়বে এই অজি তারকাদের?
IPL 2024: আইপিএলের নিলামে নজর কাড়তে চলেছে অজি তারকা জশ ইংলিশ। মিডল অর্ডারে এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর থাকবে জস হ্যাজলউডের দিকে। বিশ্বকাপের নজর কেড়েছেন তিনি। ফলে আইপিএলে তার ফল পাবেন।
Most Read Stories