Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: রাচিন থেকে শুরু করে জাদরান,তেইশের বিশ্বকাপে গ্রুপ পর্বে নজর কেড়েছেন যে সব তরুণ তারকারা

Rachin Ravindra: এই তালিকায় প্রথমেই রয়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। এ বারই বিশ্বকাপে অভিষেক হয়েয়ছে রাচিনের। শুরুতেই জাত চিনিয়েছিন তিনি। গ্রুপ পর্বে তিনটি সেঞ্চুরি। তেইশের বিশ্বকাপে এখনও পর্যন্ত রাচিনের ঝুলিতে রয়েছে ৫৬৫ রান।

| Edited By: | Updated on: Nov 15, 2023 | 9:00 AM
দেখতে-দেখতে অন্তিম লগ্নে এসে পৌঁছছে তেইশের বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষে এ বার নকআউটের পালা। প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। বৃহস্পতির সেমিফাইনালে ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। (ছবি:X)

দেখতে-দেখতে অন্তিম লগ্নে এসে পৌঁছছে তেইশের বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষে এ বার নকআউটের পালা। প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। বৃহস্পতির সেমিফাইনালে ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। (ছবি:X)

1 / 8
এই বিশ্বকাপ অনেক অঘটনের সাক্ষী। একের পর এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। নজর কেড়েছেন বহু তরুণ ক্রিকেটারও। কারা রয়েছেন এই তালিকায়? সেমিফাইনালের আগে এক বার চোখ বুলিয়ে নিন। (ছবি:X)

এই বিশ্বকাপ অনেক অঘটনের সাক্ষী। একের পর এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। নজর কেড়েছেন বহু তরুণ ক্রিকেটারও। কারা রয়েছেন এই তালিকায়? সেমিফাইনালের আগে এক বার চোখ বুলিয়ে নিন। (ছবি:X)

2 / 8
এই তালিকায় প্রথমেই রয়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। এ বারই বিশ্বকাপে অভিষেক হয়েয়ছে রাচিনের। শুরুতেই জাত চিনিয়েছিন তিনি। গ্রুপ পর্বে তিনটি সেঞ্চুরি। তেইশের বিশ্বকাপে এখনও পর্যন্ত রাচিনের ঝুলিতে রয়েছে ৫৬৫ রান। (ছবি:X)

এই তালিকায় প্রথমেই রয়েছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। এ বারই বিশ্বকাপে অভিষেক হয়েয়ছে রাচিনের। শুরুতেই জাত চিনিয়েছিন তিনি। গ্রুপ পর্বে তিনটি সেঞ্চুরি। তেইশের বিশ্বকাপে এখনও পর্যন্ত রাচিনের ঝুলিতে রয়েছে ৫৬৫ রান। (ছবি:X)

3 / 8
আফগানিস্তানের হয়েছে নজর কেড়েছেন ইব্রাহিম জাদরান। এই বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। আর আফগানদের এই সাফল্যের অন্যতম কাণ্ডারি ইব্রাহিম। এমনকি এ বারের বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের জার্সিতে প্রথম সেঞ্চুরি করেন তিনি। (ছবি:X)

আফগানিস্তানের হয়েছে নজর কেড়েছেন ইব্রাহিম জাদরান। এই বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। আর আফগানদের এই সাফল্যের অন্যতম কাণ্ডারি ইব্রাহিম। এমনকি এ বারের বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের জার্সিতে প্রথম সেঞ্চুরি করেন তিনি। (ছবি:X)

4 / 8
দুর্দান্ত পারফর্ম করেছেন আরও এক আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই। অজি তারকা ডেভিড ওযার্নারের উইকেট তুলে নেন। গ্রুপ পর্বে তাঁর ঝুলিতে রয়েছে ৩ টি হাফ সেঞ্চুরি। তবে একটাও সেঞ্চুরি করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রান করে ফিরতে হয় তাঁকে। (ছবি:X)

দুর্দান্ত পারফর্ম করেছেন আরও এক আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই। অজি তারকা ডেভিড ওযার্নারের উইকেট তুলে নেন। গ্রুপ পর্বে তাঁর ঝুলিতে রয়েছে ৩ টি হাফ সেঞ্চুরি। তবে একটাও সেঞ্চুরি করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রান করে ফিরতে হয় তাঁকে। (ছবি:X)

5 / 8
 দক্ষিণ আফ্রিকার হয়ে নজর কেড়েছেন মার্কো জানসেন। লিগ পর্বে দলকে ভরসা জুগিয়েছেন জানসেন। সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন তিনি, এমনটাই আশা করা যায়। (ছবি:X)

দক্ষিণ আফ্রিকার হয়ে নজর কেড়েছেন মার্কো জানসেন। লিগ পর্বে দলকে ভরসা জুগিয়েছেন জানসেন। সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন তিনি, এমনটাই আশা করা যায়। (ছবি:X)

6 / 8
তেইশের বিশ্বকাপে চর্চায় উঠে এসেছে আরও এক প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েটজি। গ্রুপ পর্বে ১৮ টি উইকেট তুলে নিয়েছেন কোয়েটজি। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে রয়েছে কোয়েটজির নাম। (ছবি:X)

তেইশের বিশ্বকাপে চর্চায় উঠে এসেছে আরও এক প্রোটিয়া তারকা জেরাল্ড কোয়েটজি। গ্রুপ পর্বে ১৮ টি উইকেট তুলে নিয়েছেন কোয়েটজি। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে রয়েছে কোয়েটজির নাম। (ছবি:X)

7 / 8
শ্রীলঙ্কার হয়ে নজর কেড়েছেন দিলশন মধুশঙ্কা। গ্রুপ পর্বে ২১ টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ তারকা। এই বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মধুশঙ্কা। (ছবি:X)

শ্রীলঙ্কার হয়ে নজর কেড়েছেন দিলশন মধুশঙ্কা। গ্রুপ পর্বে ২১ টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ তারকা। এই বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মধুশঙ্কা। (ছবি:X)

8 / 8
Follow Us: