ODI World Cup: বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষে গেইল, সচিন কত নম্বরে?
Most Sixes in ODI World Cup: ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। এ বারের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বলে টিম ইন্ডিয়ার উপর একাধিক ভারতীয় সমর্থকদের আস্থা বেড়ে গিয়েছে। এ বার দেখার রোহিত শর্মার অধীনে ভারতে তৃতীয় বিশ্বকাপ ট্রফি আসে কিনা। তার আগে ফেরা যাক অতীতে। এর আগে ওডিআই বিশ্বকাপে চার, ছয়, অর্ধশতরান, শতরান কম হয়নি। এই প্রতিবেদনে জেনে নিন ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ১০ ক্রিকেটার কারা।
Most Read Stories