Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: জনপ্রিয় ফরাসি ব্র্যান্ডের প্রচারের নতুন মুখ হলেন বিরাট কোহলি

বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু আকাশ ছোঁয়া। একঝাঁক জনপ্রিয় ব্র্যান্ডের প্রচারের মুখ কোহলি। এ বার তিনি ফ্রান্সের এক জনপ্রিয় ব্র্যান্ডের প্রচারের মুখ হয়েছেন। কোহলিকে দিয়ে ওই ফরাসি ব্র্যান্ড সম্প্রতি এক প্রচারাভিযান করেছে।

| Edited By: | Updated on: Aug 07, 2023 | 8:00 AM
জনপ্রিয় ফরাসি ব্র্যান্ড Essilor ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)।

জনপ্রিয় ফরাসি ব্র্যান্ড Essilor ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)।

1 / 8
সম্প্রতি বিরাট কোহলিকে দিয়ে ওই ফরাসি ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় এক প্রচারাভিযান শুরু করেছে।

সম্প্রতি বিরাট কোহলিকে দিয়ে ওই ফরাসি ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় এক প্রচারাভিযান শুরু করেছে।

2 / 8
Essilor একটি ফরাসি আইওয়্যার ব্র্যান্ড। জানা গিয়েছে, বিরাট কোহলির সঙ্গে Essilor  ২ বছরের চুক্তি করেছে।

Essilor একটি ফরাসি আইওয়্যার ব্র্যান্ড। জানা গিয়েছে, বিরাট কোহলির সঙ্গে Essilor ২ বছরের চুক্তি করেছে।

3 / 8
বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৭৬.৯ মিলিয়ন ডলার। যা ভারতীয় মূদ্রায় প্রায় ১৪০০ কোটির মতো। তাতে এ বার যোগ হল Essilor এই ব্র্যান্ড থেকে পাওয়া অর্থও।

বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৭৬.৯ মিলিয়ন ডলার। যা ভারতীয় মূদ্রায় প্রায় ১৪০০ কোটির মতো। তাতে এ বার যোগ হল Essilor এই ব্র্যান্ড থেকে পাওয়া অর্থও।

4 / 8
বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কোহলি। যেমন- ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত কারক সংস্থা পুমা, মান্যভর এবং নিজের ব্র্যান্ড Wrogn রয়েছে, এ বার তার সঙ্গে যোগ হল এই ফরাসি আইওয়্যার কোম্পানি।

বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কোহলি। যেমন- ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত কারক সংস্থা পুমা, মান্যভর এবং নিজের ব্র্যান্ড Wrogn রয়েছে, এ বার তার সঙ্গে যোগ হল এই ফরাসি আইওয়্যার কোম্পানি।

5 / 8
ভারতে Essilor এর প্রচারের মুখ হতে পেরে উচ্ছ্বসিত কোহলি। বিরাট জানান, তিনি আশাবাদী ভারতের মানুষদের মধ্যে এই ব্র্যান্ড নিয়ে তিনি সচেতনতা তৈরি করতে পারবেন।

ভারতে Essilor এর প্রচারের মুখ হতে পেরে উচ্ছ্বসিত কোহলি। বিরাট জানান, তিনি আশাবাদী ভারতের মানুষদের মধ্যে এই ব্র্যান্ড নিয়ে তিনি সচেতনতা তৈরি করতে পারবেন।

6 / 8
ভিকেকে Essilor এর সঙ্গে যুক্ত করে EssilorLuxottica South Asia-র প্রধান নরসিমান নারায়ানন জানান, বিরাট কোহলি এই ব্র্যান্ডের প্রচার করায় তা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এই ব্র্যান্ডের গুরুত্ব আরও বাড়াবেন কোহলি।

ভিকেকে Essilor এর সঙ্গে যুক্ত করে EssilorLuxottica South Asia-র প্রধান নরসিমান নারায়ানন জানান, বিরাট কোহলি এই ব্র্যান্ডের প্রচার করায় তা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এই ব্র্যান্ডের গুরুত্ব আরও বাড়াবেন কোহলি।

7 / 8
বিরাট নিজে জানান, তিনি মাঠের বাইরে নিয়মিত চশমা ব্যবহার করেন। তাই Essilor এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে তিনি ক্লিয়ার ভিশন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আর সেটাই তিনি বাকিদের মধ্যেও ছড়িয়ে দিতে চান।

বিরাট নিজে জানান, তিনি মাঠের বাইরে নিয়মিত চশমা ব্যবহার করেন। তাই Essilor এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে তিনি ক্লিয়ার ভিশন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আর সেটাই তিনি বাকিদের মধ্যেও ছড়িয়ে দিতে চান।

8 / 8
Follow Us:
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!