Pele’s Tomb : সোনার কফিনে ‘ব্ল্যাক পার্ল’, জনসাধারণের জন্য পেলের সমাধিক্ষেত্র ঘুরে দেখার সুযোগ
Pele : 'ও রেই' আর এই পৃথিবীতে নেই। ২০২২ সালের ২৯ ডিসেম্বর ইহ জগতের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে যান ব্রাজিলকে তিন বার বিশ্বকাপ জেতানো পেলে। স্যান্টোসের নেক্রোপোল একুমেনিয়া মেমোরিয়াল সিমেট্রিকে বলা হয় বিশ্বের উচ্চতম সমাধিস্থল। এখানেই শায়িত রয়েছেন পেলে। এ বার জনসাধারণের জন্য পেলের এই সমাধিক্ষেত্র খুলে দেওয়া হল।
Most Read Stories